Baiography

রশিদ খান এর ইতিহাস সেরা জীবনী

রশিদ খান এর ইতিহাস সেরা জীবনী-রশিদ খান আরমান 20 সেপ্টেম্বর 1998 সালে আফগানিস্তানের নানগারহর গ্রামে জন্মগ্রহণ করে।তিনি জালালাবাদের বাসিন্দা এবং তার দশ ভাই বোন রয়েছে।তরুণ বয়সে তার পরিবার আফগান যুদ্ধে পালিয়ে যায় এবং পাকিস্তানে কয়েক বছরের জন্য আশ্রয় নেয়।পরবর্তীতে তারা আফগানিস্থানে আবার ফিরে আসেন এবং তাদের স্বাভাবিক জীবনে অভ্যস্ত হয়ে পড়েন রশিদও তার পড়াশোনা চালিয়ে যেতে থাকেন। ব্যাটিংয়ের ধরন ডানহাতি। বোলিংয়ের ধরন ডানহাতি লেগ ব্রেক।ভূমিকা বলার। রশিদ খান এর ইতিহাস সেরা জীবনী

roshid4

 রশিদ খান কে

রশিদ খান 1998 সালের 20 সেপ্টেম্বর আফগানিস্তানের নঙ্গরহারে জন্মগ্রহণ করেন।2017 সালে মাত্র 19 বছর বয়সেই আইপিএলের নিলামে চার কোটি রুপি দিয়ে থাকে সানরাইজার্স হায়দ্রাবাদ।সহযোগী দেশের খেলোয়াড় হিসেবে রেকর্ড গড়া রশিদকে পরের বছর আবার 9 কোটি রুপি দিয়ে দলে টেনেছে হায়দ্রাবাদ।2018 সালের ফেব্রুয়ারিতে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে আইসিসির ওয়ানডে র্র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন রশিদ।

সে মাসেই টি-টোয়েন্টিতেও শীর্ষ বলার হয়েছেন আফগানিস্তানের এই লেগ স্পিনার।লাইন লেঙ্থ ধরে রেখে দ্রুতগতির লেগ স্পিন এর সঙ্গে গুগলির বুদ্ধিদীপ্ত মিশ্রণে বিশ্বসেরা বোলার হয়ে উঠেছেন রশিদ।2018 সালের জানুয়ারিতে রশিদকে 2017 সালের বর্ষসেরা সহযোগী ক্রিকেটার হিসেবে নির্বাচিত করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি।

roshid5

2015 সালে অভিষিক্ত রশিদ ক্যারিয়ারের শুরু থেকেই নিয়মিত রেকর্ড ভাঙ্গা গড়ার খেলায় নেমেছেন।2018 সালে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথমবারের মতো আফগানিস্থানের অধিনায়কত্ব করেন এই লেগ স্পিনার।মাত্র 19 বছর 165 দিন বয়সে দেশকে নেতৃত্ব দিয়ে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক অধিনায়ক হওয়ার রেকর্ড গড়েছেন।

একই বাছাইপর্বে শাই হোপ পে আউট করে ওয়ানডেতে সর্বকনিষ্ঠ ও দ্রুততম বলার হিসেবে 100 উইকেট পাওয়ার রেকর্ড গড়েছেন।মাত্র 44 ম্যাচেই এই মাইলফলক ছুঁয়েছেন রশিদ।তার আগে এর রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের।অস্ট্রেলীয় পেশারের এজন্য দরকার হয়েছিল 52 ম্যাচ।বোলিংয়ে এতসব অর্জনেও রশিদের অন্য সত্য ঢাকা পড়ে না।

roshid7

এই আফগান শুধু বল হাতেই নন ব্যাটিং-ফিল্ডিং ও দলের অন্যতম ভরসা।সাধারণত কভারের মতো গুরুত্বপূর্ণ জায়গাতেও দাঁড়ান রশিদ।দারুন অ্যাথলেটিক বলে প্রায়শ দুর্দান্ত সব ক্যাচ ধরেন।ব্যাটিংয়েও ইনিংসের শেষ দিকে এসে ঝড় তোলার ক্ষমতা রাখেন।স্বভাবতই hard-hitting ব্যাটিংয়ে প্রায়ই দলকে বিপদ থেকে উদ্ধার করেন রশিদ।শৈশবের জীবনের কঠিনতম পরীক্ষা দিয়েছেন রশিদ।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে নঙ্গর হারে এই লেগস্পিনার তার পরিবারের এগারো সন্তানের একজন।  খুব অল্প বয়সে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে পাকিস্তানে পালাতে হয়েছিল রশিদের পরিবারকে।বেশ কয়েক বছর পাকিস্তানের কাটিয়ে আবার দেশে ফেরেন রশিদ ও তার পরিবার। স্বাভাবিক জীবনে ফিরে ক্রিকেট খেলাতে মনোযোগ দেন রশিদ।

পাকিস্তানের শহীদ আফ্রিদিকে আদর্শ মেনে বড় ভাইদের সঙ্গে ক্রিকেট খেলেই প্রথমে হাত পাকিয়েছেন লেগ স্পিনে।কাবুল ইগলসের হয়ে আফগানিস্তানের স্থানীয় ক্রিকেটে দাপট দেখানো রশিদ বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি দলেরই অটোমেটিক চয়েস।2017 সালে প্রথম আইপিএল খেলতে এসে 14 ম্যাচে 17 উইকেট পেয়েছেন রশিদ।

এর পথ ধরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও অংশ নিয়েছেন আফগান এই লেগ স্পিনার।প্রথমবারের মতো খেলতে গিয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স এর হয়ে হ্যাটট্রিকও করেছেন এটা সিপিএলের ইতিহাসের প্রথম হ্যাটট্রিক।অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশ খেলতে গিয়ে প্রথম বারেই দলকে শিরোপা এনে দেন এই লেগস্পিনার।

roshid1

এমন সাফল্য হায়দ্রাবাদ কে বাধ্য করেছে 2018 সালের আইপিএলে তার জন্য নয় কোটি রুপি খরচ করতে।ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টেও রশিদের গুগলি দেখা যায়।টি-টোয়েন্টির জন্য তাকে দলে টেনে সাসেক্স।2016 সালের ৭ এ ডিসেম্বর প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় রশিদের।ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে আবুধাবির সে ম্যাচেই বড় দৈর্ঘ্যের ক্রিকেটে নিজের সক্ষমতা দেখিয়েছেন।

roshid2

দুই ইনিংসে 12 উইকেটের সঙ্গে ব্যাট হাতে 77 রান করেছেন রশিদ।2017 সালে টেস্ট স্ট্যাটাস এর প্রস্তুতি হিসেবে একটি তিন দিনের ম্যাচ খেলেছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ইনিংস ও 172 রানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ৮ উইকেট পাওয়া রশিদ। 2019 বিশ্বকাপ নিশ্চিন্ত করে ফেলেছে আফগানিস্তান আইসিসির পূর্ণ সদস্য পদ পাওয়ার সুসংবাদ অবশ্য এর আগেই পেয়েছে দেশটি। আগামী জুনে ভারতের বিপক্ষে অভিষেক টেস্ট ঘিরে আফগানিস্তানে সব স্বপ্ন আশা এই রশিদকে ঘিরে। Refarens-sportsnet24

রানী মুখার্জির এর বায়োগ্রাফি, জন্ম, বয়স, ওজন, উচ্চতা, বয়ফ্রেন্ড, পরিবার

মোশারফ করিম এর বায়োগ্রাফি: লাইফ স্টোরি, অর্থ, বয়স, জন্ম, উইকি, ফ্যামিলি এবং স্ত্রী

আ খ ম হাসান বয়স, উচ্চতা, ফ্যামিলি, লাইভ স্টাইল এবং অন্যান্য

হুমাইরা হিমু জীবন বৃত্তান্ত, প্রেমিক, পরিবার উইকি

নোরা ফাতেহি বায়োগ্রাফি,নৃত্যশিল্পী, মডেল, অভিনেত্রী ও গায়িকা 

রজতাভ দত্তের অদ্ভুত জীবন কাহিনী

আফরান নিশো বয়স, উচ্চতা, লাইভ স্টাইল, শিক্ষা, প্রেমিকা, পরিবার এবং অন্যান্য

অভিনেত্রী রিয়া শর্মা এর বায়োগ্রাফি, জন্ম, বয়স, ওজন, উচ্চতা, বয়ফ্রেন্ড, পরিবার

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জীবনী, বয়স, লাভার, পরিবার, বেতন এবং ক্যারিয়ার

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বায়োপিক, জন্ম, বয়স, উচ্চতা, পারিবারিক জীবন, ধন-সম্পদ,ক্রিকেট ক্যারিয়ার  এবং সংক্ষিপ্ত জীবনী

কিলিয়ান এমবাপ্পের জীবনী

আফিফ হোসেন এর বায়োগ্রাফি, জীবনী, জন্ম, বয়স, ওজন, উচ্চতা, বেতন, শিক্ষাগত যোগ্যতা, ক্যারিয়ার, স্ত্রী এবং পরিবার

ক্রিকেটার তামিম ইকবালের ব্যক্তিগত জীবন, ক্যারিয়ার, বয়স, উচ্চতা, জন্ম এবং বৈবাহিক জীবন

রতন টাটার জীবনী এবং কিভাবে কর্মচারী থেকে টাটা কোম্পানির মালিক 

বিরাট কোহলির জীবনী, বয়স, উচ্চতা,প্রেমিকা,পরিবার, স্ত্রী, সন্তান,রেকর্ড এবং ধন-সম্পদ

সাদিও মানে ইতিহাস সেরা অদ্ভুত জীবনী 

রশিদ খান এর ইতিহাস সেরা জীবনী

মোহাম্মদ রিজওয়ান এর জীবনী 

লিওলেন মেসির কৈশোর ,শৈশব, ফুটবল  জীবন এবং পরিবার

Show More

Rafiqul Islam

আমি মোঃ রফিকুল ইসলাম। infosearch24.com ওয়েবসাইটে আমি ২০২০ সাল থেকে শিক্ষা, ভ্রমণ এবং তথ্যপ্রযুক্তিসহ বাংলাদেশ এবং আন্তর্জাতিক সময় উপযোগী বিভিন্ন তথ্য সর্বপ্রথম তুলে ধরি । আশাকরি আমার আর্টিকেল গুলো আপনারা সকলেই নিয়মিত উপভোগ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *