যমুনা ফিউচার পার্ক টিকেট মূল্য, মার্কেট কবে বন্ধ থাকে, শপিং মল কবে বন্ধ থাকে, যোগাযোগের মোবাইল নাম্বার

যমুনা ফিউচার পার্ক টিকেট মূল্য, মার্কেট কবে বন্ধ থাকে, শপিং মল কবে বন্ধ থাকে, যোগাযোগের মোবাইল নাম্বার উদ্দেশ্য কে কেন্দ্র করে প্রতিনিয়ত যে সকল বিষয় সম্পর্কে প্রত্যেককে জানার আগ্রহ প্রকাশ করে থাকে। এবং পার্কের কোথায়, কখন, কিভাবে, কোন স্থানে যাওয়ার টিকেটের নির্ধারিত সঠিক মূল্য এবং সকল শপিংমল সেন্টারগুলোর নির্ধারিত সময়সূচি এবং সাপ্তাহিক ছুটির দিন। ইত্যাদি সহ আরো উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ তথ্য পাবেন।
যমুনা ফিউচার পার্ক
বিশ্বের তৃতীয়তম পার্ক হিসাবে স্থান লাভ করেছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম বহুতল শপিং মল হিসেবে পরিচিত। 2002 সালে, যমুনা বিল্ডার্স লিমিটেড প্রায় 4,100,000 বর্গফুটের এই বিশাল শপিং কমপ্লেক্সের নির্মাণ শুরু করে। 6 সেপ্টেম্বর, 2013 তারিখে, সফলভাবে চালু হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অল্প দূরত্বে কুড়িল ফ্লাইওভারের কাছে কম্পাউন্ডের প্রবেশপথে স্কাইড্রপ, রোলার কোস্টার, পাইরেট শিপ, ম্যাজিক উইন্ডমিল, ফ্লাইং ডিস্কো এবং টাওয়ার চ্যালেঞ্জারের মতো 6টি রোমাঞ্চকর আউটডোর রাইড রয়েছে।
বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডের সেলস আউটলেট, ফুড কোর্ট, রেস্তোরাঁ, ব্লকবাস্টার সিনেমা, প্লেয়ার্স জোন এবং প্রশস্ত গাড়ি পার্কিং রয়েছে। কেনাকাটার পাশাপাশি বিনোদনের জন্য প্রচুর দর্শনার্থী এই শপিং কমপ্লেক্সে ভিড় করে।
যমুনা ফিউচার পার্কের টিকিট মূল্য
টিকেটের মূল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ সেখানে ভ্রমণের উদ্দেশ্যে এবং বিভিন্ন শপিং সেন্টারে কেনাকাটা সহ আনুমানিক খরচ কি পরিমান হতে পারে তার নির্ধারিত একটি ধারণা নিয়ে খুব সহজেই আপনি আপনার কাঙ্খিত উদ্দেশ্যে যেতে পারবেন।তাই প্রত্যেকটি আউটডোর এর টিকিটের নির্ধারিত সঠিক মূল্য তুলে ধরা হলো।
এই পার্কে রোলার কোস্টার রাইডের টিকিটের দাম 300 টাকা। এছাড়াও, টাওয়ার চ্যালেঞ্জের টিকিটের দাম পড়বে ১৫০ টাকা, ম্যাজিক উইন্ডমিল ১৫০ টাকা, স্কাই ড্রপ ১৫০ টাকা, ফ্লাইং ডিস্কো ১৫০ টাকা, পাইরেট শিপ ১৫০ টাকা। আপনি মোট ৫০৫০ টাকায় সব রাইড উপভোগ করতে পারবেন।
যমুনা ফিউচার পার্কের মালিক কে
যমুনা ফিউচার পার্কের মালিক হচ্ছেন, যমুনা গ্রুপ।আর এই যমুনা গ্রুপের মালিক হচ্ছেন নুরুল ইসলাম বাবুল। এছাড়া যমুনা ফিউচার পার্কের স্থপতি হচ্ছেন, এ জেএম আলমগীর।
যমুনা ফিউচার পার্ক কিভাবে যাব
যমুনা ফিউচার পার্ক ঢাকার কোথায় অবস্থিত
বাংলাদেশের রাজধানী ঢাকার বারিধারাতে অবস্থিত একটি বহুতল বিশিষ্ট বিপণন কেন্দ্র ।
যমুনা ফিউচার পার্ক শপিং মল কবে বন্ধ থাকে
শপিং মল সাধারণত রবিবার ও সোমবার দুই দিন বন্ধ থাকে। রবিবার: সারাদিন বন্ধ। সোমবার: অর্ধ দিন ছুটি।
যমুনা ফিউচার পার্ক মোবাইল মার্কেট
যমুনা ফিউচার পার্ক মোবাইল মার্কেট থেকে শুরু করে প্রসাধনী সামগ্রী কসমেটিকস এর বিলাসবহুল মার্কেট, বিভিন্ন প্রকার খাবারের উন্নত মানের ফাস্টফুড দোকান রয়েছে। এছাড়া উন্নত শপিং সেন্টার রয়েছে। যেখানে বিশ্বের সকল দেশের নামিদামি উল্লেখযোগ্য ব্রান্ডের কালেকশন আপনারা পাবেন।
যমুনা ফিউচার পার্ক এর সাপ্তাহিক বন্ধের দিন
যমুনা ফিউচার পার্ক বাংলাদেশ তথা পৃথিবীর অন্যতম মানসম্মত সুনামধন্য একটি পার্ক ।এই পার্কটি শুভ উদ্বোধন দিন থেকে শুরু করে আজ পর্যন্ত অত্যন্ত সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। যেখানে আপনি ভ্রমণ না করলে কখনোই বিশ্বাস করতে পারবেন না। যে বাংলাদেশের মত একটি স্বল্পআয়ের দেশে একটু আনন্দ উপভোগ করার জন্য এত সুন্দর একটি পার্ক ।
এই পার্কে আনন্দ উপভোগ করার পূর্বে আপনাকে এই ইনফো সার্চ এ সার্চ করে পরিকল্পনা অনুযায়ী ভ্রমণ করতে যেতে পারেন। তাছাড়া আপনি এমন একদিন ঠিক করে যখন এই পার্কে ঘুরতে যাবেন যে দেখেন ঐদিন আর কে সাপ্তাহিক বন্ধের দিন। এতে আপনার সকল পরিকল্পনা বিফলে চলে যাবে। তাই আমি আজকে আপনাদেরকে জানাইতেছি যে, যমুনা ফিউচার পার্কের সাপ্তাহিক বন্ধের দিন হচ্ছে বুধবার।
যমুনা ফিউচার পার্কে যোগাযোগ করুন
ফোন: 01812-674505
ওয়েবসাইট: jamunagroup.com.bd
ইমেইল: support@jamunafuturepark.com
ঠিকানা
KA-244, Kuril, Progoti Shoroni, Dhaka 1229, Bangladesh Refarens-sportsnet24যমুনা ফিউচার পার্কের ছবি
মূল কেন্দ্রকে বিস্তার করে গুরুত্বপূর্ণ স্থাপনা গুলির বিভিন্ন ডিজাইনের আকর্ষণীয় ছবিগুলি আপনাদের জন্য তুলে ধরা হলো.












ভারতের সকল দর্শনীয় স্থান স্বল্প খরচে কিভাবে ভ্রমণ করবেন