
বড়দিনের শুভেচ্ছা ২০২৩ হ্যাপি ক্রিসমাস ডে-বড়দিনের শুভেচ্ছা মেসেজ ছন্দ বাণী উক্তি ফেসবুক স্ট্যাটাস যা সাধারণত নির্ধারিত বছরের একটি দিন অর্থাৎ ২৫ ডিসেম্বর সকল খ্রিস্টীয় ধর্ম অনুসারী মানুষেরা তারা তাদের বিশেষ এই দিনটিতে সকল আয়োজন পরিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বড়দিনের শুভেচ্ছা ২০২৩ উল্লেখিত বিষয়গুলো তাই আমরা আপনাদের জন্য অতি যত্ন সহকারে আকর্ষণীয় ব্যতিক্রমধর্মী কিছু সেরা শুভেচ্ছা বাণী এখানে প্রকাশ করেছি। যা ব্যবহার করে অবশ্যই আপনারা উপকৃত হবেন। বড়দিনের শুভেচ্ছা ২০২৩।
বড়দিনের শুভেচ্ছা ২০২৩
“❦~শুভ বড়দিন~❦
এই শীতের সকালে তোমার
বড়দিনটা ভালো কাটুক।”
“বড়দিনের আলোয় তোমার
জীবনে হয়ে উঠুক আলোকোজ্জ্বল!!
শুভ বড়দিন”
“উপভোগ করো একটি
অসাধারণ বড়দিন,
বড়দিনের আবেশ তোমার
জীবনকে সুখে ভরপুর
করে তুলুক।
❦~শুভ বড়দিন~❦”
“আশা করি তোমার বড়দিনটা
ভীষণ ভালো কাটবে!!
পরিবারের সবাইকে খুশী রেখো,
❦~মেরি ক্রিসমাস~❦”
“আমার ঠিকানাটা জানো নিশ্চই!
বড়দিনের কেকটা পাঠিয়ে
দিও তাহলে!!
❦~শুভ বড়দিন~❦”
“বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা
তোমায় ও তোমার পরিবারকে..!”
বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা।
এই বড়দিনে সবার মন ভরে
উঠুক সুখে, সম্প্রীতিতে ও সততায়।
“আমার তরফ থেকে সকলকে
বড়দিন এর অনেক অনেক শুভেচ্ছা
ভালাে কাটুক সকলের এই শুভ দিনটি।”
“❦~Merry Christmas~❦
বিশ্বপিতা তুমি হে প্রভু,
আমাদের প্রার্থনা এই শুধু,
তােমারি করুণা হতে বঞ্চিত না হই কভু।”
“আমার তরফ থেকে
তােমাকে ও তােমার পরিবারের
সকলকে ২৫-শে ডিসেম্বর
শুভ বড়দিনের শুভেচ্ছা রইলো।”
“ক্রিসমাস হলো এমন
একটা যাদুর কাঠি
যার পরশে পৃথিবীর সকল
মানুষকে ছুয়ে যায়
আর দেখায় সুখ,
সান্তি ও সমৃদ্ধির পথ।”
“❦~শুভ বড়দিন~❦
এই বড়দিনটি তােমার জীবনে
নিয়ে আসুক
অনেক অনেক শুভেচ্ছা,
তুমি ও তােমার পরিবার
সদা যেন সুখে থাকো।”
“বিপদ তোমাকে এড়িয়ে যাক,
বিধাতা তোমায় রক্ষা করুক
সর্গ তোমার অপেক্ষায় থাকুক,
ভালোবাসা তোমায় ছুয়ে যাক
এই বড়দিনে।”
“প্রত্যাশা করি সুন্দর একটি দিনের,
যে দিনটা শুধু তোমার হবে
প্রত্যাশা করি সুন্দর একটি সময়ের,
যেটা তোমার কথাই বলবে।”
হ্যাপি ক্রিসমাস ডে ২০২৩
এই বড়দিনটি তোমার
জীবনে নিয়ে আসুক
অনেক অনেক শুভেচ্ছা।
তুমি যেন তোমার পরিবার
নিয়ে সদা যেন সুখে থাকো।
শুভ বড়দিন।
আগত নতুন বছর তোমার
জীবনে সুখ-সমৃদ্ধি নিয়ে আসুক।
শুভ বড়দিনের শুভেচ্ছা ও
নতুন বছরের আগাম শুভেচ্ছা
রইলো তোমার জন্য।
“আজ বড়দিন উপলক্ষ্যে কামনা করি,
তোমার মনে যেন কখনও
কোনো খারাপ চিন্তা না আসে।
ঈশ্বর যেন সর্বদা তোমার
উপর সদয় থাকেন।
❦~শুভ বড়দিন~❦”
“আমাকে তোমার একটা
ছবি পাঠাও তো,
কারণ আমি Santa Claus-কে
বোঝাতে পারছি না,
যে আমি এই বড়দিনে
তাঁর থেকে কি উপহার চাই!!
❦~শুভ বড়দিন~❦”
অনেক অনেক ভালবাসা আর খুশিতে ভরে উঠুক তোমার জীবন।
বড়দিনের খুশি তোমার নতুন বছরেও যেন সঞ্চারিত হয়ে
তোমাকে খুশিতে ও সৌভাগ্যে ভরিয়ে রাখে।
শুভ বড়দিন
“সুন্দর একটা মাসের নাম ডিসেম্বর
সব মুহূর্ত কাটুক তোমার অনাড়ম্বর
বড়ো দিনের আনন্দে ধুয়ে যাক সব কষ্ট
মধুর হোক তোমার প্রতিটি মুহূর্ত
Happy Merry Christmas”
“শত্রু তোমার বন্ধু হোক,
বন্ধু যে, সে আরো কাছে আসুক
বিপদে ধৈর্য ধরার শক্তি
যেন প্রভু তোমাকে দেয়,
সব বাধা পিছনে ফেলে
যেন সুন্দর জীবন গড়তে
পারো সেই প্রত্যাশা করি।”
সাদা দাড়িওয়ালা বৃদ্ধ লোকটির
আবার আসার সময় হয়ে গেছে।
যার ঝোলাতে আছে সবার
জন্যে অনেক অনেক উপহার।
কারণ বড়দিন এসে গেছে
শুভ বড়দিন
বড়দিনের ক্রিসমাস কোথা থেকে এলো ?
ক্রিসমাস শব্দটি এসেছে প্রাচীন ইংরেজি ক্রিস্টেস ম্যাসেস থেকে যার অর্থ ক্রিসমাস ভর। একটি খ্রিস্টীয় ধর্ম অনুষ্ঠান হওয়ার সত্তেও একাধিক অখ্রিস্টান সম্প্রদায়ও মহাসমারোহে বড়দিন উৎসব পালন করেন।এমনকি কোনো কোনো ক্ষেত্রে উৎসবের আয়োজনে প্রাক খ্রিস্টীয় ধর্মনিরপেক্ষ বিষয় ভাবনা সমারোহও দেখা যায়।
উপহার প্রদান সংগীত বড়দিনের কার্ড বিনিময় গির্জায় ধর্ম ভোজ বড়দিনের বৃক্ষ আলোকসজ্জা মালা যীশুর জন্ম দৃশ্য মহা এক বিশেষ ধরনের সাজসজ্জার প্রদর্শনী আধুনিককালে বড়দিন উৎসবের প্রধান অঙ্গ।
বড়দিন 2022, বড়দিনের উৎসব, বড়দিনের ক্রিসমাস শুভেচ্ছা, বাণী, ছন্দ, কবিতা এবং ফেসবুক স্ট্যাটাস
ক্রিসমাস গাছ
ক্রিসমাস বলতে বোঝায়, ষষ্ঠদশ শতাব্দীতে যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে জার্মানির ধর্মপ্রাণ খ্রিস্টানরা তাদের ঘরে সাজানো গাছ অতি যত্ন সহকারে রেখে দিত। ধারণা করা হয় মার্টিন লুথার সর্বপ্রথম বড়দিনের কাছে আলোকিত মোমবাতি যুক্ত করেন।
শীতের এক সন্ধ্যায় ঘরে ফেরার সময় চিরসবুজ গাছের ফাঁক দিয়ে আকাশের জ্বলজ্বলে তারা দীপ্তি মুগ্ধ ও বিস্মিত করে তাকে। এরপর তিনি পরিবারকেও এই স্বর্গীয় অনুভূতির সাত দিতে ঘরের ড্রইং রুমে একটি গাছ আনেন মার্টিন লুথার আর উক্ত গাছের শাখা প্রশাখায় আলোকিত মোমবাতি জ্বালিয়ে থাকেন।
উল্লেখ্য যে, বড়দিন উপলক্ষে প্রতিবছর তিন থেকে সাড়ে তিন কোটি আসল ক্রিসমাস গাছ শুধু যুক্তরাষ্ট্রেই বিক্রি হয়।সেখানে প্রায় 21 হাজার চাষী ক্রিসমাস গাছ রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত আছে। এখানে মূলত একটি গাছের বয়স যখন 15 বছর হয় তখন এটিকে বিক্রি করা হয়।
হ্যাপি ক্রিসমাস ডে ২০২৩
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ক্রিসমাস। ২৫ শে ডিসেম্বর যিশুখ্রিস্টের জন্মের এই দিনটিতে দিবসটি পালিত হয়। প্রধান কারণ খ্রিষ্টধর্মের প্রবর্তক যীশু খ্রীষ্ট এই দিনে বেথলেহেম নগরীতে অলৌকিক ভাবে জন্মগ্রহণ করেন। খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষের বিশ্বাস যীশুখ্রীষ্ট মানুষের রূপ ধরে পৃথিবীতে এসেছিলেন
সকল ধরনের পাপ থেকে মুক্তি দিতে আর মানবিক বন্ধনকে আরো শক্তিশালী করতে। আর এই আগমন কে স্মরণ করেই খ্রিস্টানরা শ্রদ্ধা-ভালোবাসায় বিশ্বব্যাপী তাঁকে স্মরণ করে এবং জাঁকজমকপূর্ণভাবে দিনটি উদযাপন করেন। সত্যিকার অর্থে যীশু খ্রীষ্ট মানব সমাজের কল্যাণের জন্য এই পৃথিবীতে এসেছিলেন এবং খ্রিস্টানরা মনে করেন
তিনি সত্যিকার অর্থে একজন মানুষকে এই পৃথিবীতে আগমন করে তাদের সকল দিক নির্দেশনা দিয়েছেন বিধায় তারা এই দিনটিকে পৃথিবীর খ্রিষ্টান ধর্ম অনুযায়ী একটি শ্রেষ্ঠ দিন হিসেবে পালন করে থাকে।তাই উক্ত দিনে সকল আয়োজন নির্ভর করবে আপনার বিভিন্ন ধরনের শুভেচ্ছাবার্তা ফানি স্ট্যাটাস কবিতা বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পৃথিবীর সকল খ্রিস্টান ধর্মের অনুসারী মানুষেরা দিবসটি পালন করে থাকে। Refarens-sportsnet24
শুভ বড়দিন ২০২৩ শুভেচ্ছা বার্তা
১. আশা করি উপভোগ করবে একটি অসাধারণ বড়দিন। তোমার মনকে ভরে দিবে খুশিতে আনন্দে। ভুলে যাবে যত যন্ত্রণা ,দুঃখ ,বেদনা ।
২. বড়দিনের আদেশ তোমার মনকে ভরপুর করে তুলুক। পরিবারের সবাইকে নিয়ে কাটুক তোমার এই দিনটি। তাই তোমাকে এবং তোমার পরিবারকে শুভ বড়দিনের শুভেচ্ছা।
৩. আমি আমার তরফ থেকে সবাইকে জানাই ক্রিসমাসদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করি এই দিনটা কাটবে সবার অনেক সুন্দর। ভুলে যাবে সব দুঃখ, বেদনা ভরে উঠবে খুশিতে সবার মন।
৪. আশা করি এই বড় দিনটি সবার হয়ে উঠুক অনেক সুখের সম্প্রীতিতের এবং সততার। বিশ্বপিতা তুমি হে প্রভু , আমার প্রার্থনা এই শুধু, বঞ্চিত না হই যেন তোমার করুনা থেকে কভু।
৫. ক্রিসমাস যে হল এমন একটি শুভ দিন যা মানুষের জীবনকে আনন্দে সুখে সমৃদ্ধ গড়ে তোলে। মানুষের হৃদয়কে ছুঁয়ে দিয়ে যায় এই দিনটি ।আর ভরে দিয়ে যায় সুখে।
৬. বিশ্বপিতার কাছে প্রার্থনা করি বিপদ এগিয়ে যাক তোমাদের জীবন থেকে। ভালোবাসার ছুঁয়ে যাক তোমার হৃদয়কে। সর্ব অপেক্ষায় থাকুক তোমার। এই দিনটি এজন্য একটু বিশেষ দিন।
৭. আশায় থেকে একটি দিনের আর সেই দিনটি হচ্ছে ক্রিসমাস ডে। অপেক্ষা খুবই সুন্দর একটি সময়ের আর সেই সময় হচ্ছে সেই দিনটি শুভ বড়দিন।
৮. এই দিনটির পর থেকেই শুরু হোক তোমার নতুন একটি জীবন। শত্রু তোমার হোক। বন্ধুকে আরো কাছে টেনে নাও এই দিনটিতে। বিপদে ধৈর্য ধরার তৌফিক দান করুক প্রভু। সব বাধা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রার্থনা করি প্রভুর কাছে।
৯. তুমি আমার বন্ধু যীশু, তুমি ভালোবাসা, অন্ধকার জীবনে তুমি আমার সুখের আশা।
১০. মেরি ক্রিসমাস সবার জীবনের একটি আনন্দ পাওয়ার সময়। এই দিনটি অনেক মানুষের জীবনে সুখের ঠিকানা। যত কষ্টই থাকুক না কেন এই দিনটিতে ভুলে যাই সবাই। ভোরে উঠে আনন্দে।
শুভ বড়দিন ২০২৩ ফেসবুক স্ট্যাটাস
১১. উপভোগ করো একটি অসাধারণ দিন। খুলে যাও বিশ্ববিদ্যার কাছে। মনের যত আশা আকাঙ্ক্ষা সব কিছুই রয়েছে তার কাছে। শুধু চাওয়ার অপেক্ষা।
১২. ক্রিসমাস ডে সবার জীবনে বয়ে আন ুক আনন্দের ভান্ডার । তা যেন কখনো শেষ না হয়। আনন্দে আনন্দে কাটুক সারাটি জীবন।
১৩. আপনার পরিবার এবং পরিজনকে জানাই ক্রিসমাসদের শুভেচ্ছা মেরি ক্রিসমাস ডে।
১৪. আনন্দের এই মুহূর্তে জানাই ক্রিসমাস ডে শুভেচ্ছা । এই দিনে আপনার সুখ গুলো আপনার প্রিয়জনদের সাথে ভাগাভাগি করে সারাটা হন সুখের কাঁঠাল হ্যাপি ক্রিসমাস ডে।
১৫. ক্রিসমাস ডে মানে একত্রিত হওয়া, সব সব দুঃখ ভুলে গিয়ে সবার সাথে ভালোবাসা ভাগাভাগি করে নেওয়া। কষ্ট কে ত্যাগ করে সুখকে গ্রহণ করে নেওয়ার বিশেষ একটা সময় এই দিনটি মেরি ক্রিসমাস ডে।
১৬. এই শুভদিনে যীশু খ্রীষ্ট আপনাকে এবং আপনার পরিজনকে আশীর্বাদ করুন ।মেরি ক্রিসমাস ডে।
১৭. আপনার জীবনে ভরে উঠুক সুখের আলো। আপনি আপনার মা-বাবা-ভাই-বোন আত্মীয়-স্বজন সবাইকে নিয়ে ।সুখে কাটান আপনার জীবনের এই বিশেষ দিনটি মেরি ক্রিসমাস ডে।
১৮. এই ক্রিসমাস আপনার জীবনকে নতুন করে সাজাতে ।বয়ে নিয়ে আসুক সুখের ভান্ডার ।আর সেই ভান্ডার তুলে দিয়ে যাক আপনার হাতে ।এই প্রার্থনা করব বিশ্বপিতার কাছে। ক্রিসমাস ডে।
১৯. ক্রিসমাসের এই ঠান্ডা আবহাওয়া আপনাকে উষ্ণ শুভেচ্ছা। আপনাকে আগাম ক্রিসমাস ডে শুভেচ্ছা। মেরি ক্রিসমাস ডে।
২০. হে ক্রিসমাস দিনটি আপনার জীবনের শ্রেষ্ঠ দিন হোক। এই প্রার্থনা করি যীশু খ্রীষ্টের কাছে। আপনি যেন পান আপনার সুখের ঠিকানা। ক্রিসমাস ডে।
বড়দিনের শুভেচ্ছা বার্তা ২০২৩ ক্রিসমাস স্ট্যাটাস
১.ক্রিসমাস ডে ২৫ ডিসেম্বর মানুষের জীবনের একটি স্মরণীয় দিন ।আর এই দিনটিকে মানুষ মনের ভিতর গেঁথে রেখেছে রাখবে আজীবন। ভোলার মত নয় এই দিনটি সবার মনে চায় এই দিনটি যেন বারবার সবার জীবনে ফিরে আসে। কারো জীবন থেকে যেন হারিয়ে না যায় কখনো মেরি ক্রিসমাস ডে।
২.ক্রিসমাস ডে হলো এমন একটি জাদুকাঠি। যা মানুষের জীবনকে চমকে দিয়ে যায়। ভরে দিয়ে যায় সুখে, সমৃদ্ধে। মনের যত জ্বালা আছে সব মুছে দিয়ে যায় এক নিমিষে। মেরি ক্রিসমাস ডে ।
৩.ক্রিসমাস ডে এমন একটি দিন ।যা মানুষের জীবনকে আনন্দে আনন্দে ভরে দেওয়ার জন্য প্রতিবছরে বছরে ফিরে আসে । আর এই দিনটিকে উপভোগ করার জন্য সবাই পথ চেয়ে বসে থাকে।
৪.আপনি এবং আপনার পরিবার পরিজনকে ২৫ শে ডিসেম্বর শুভ বড়দিন উপলক্ষে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। এবং সুখী এবং শান্তিপূর্ণ জীবন কামনা রইল।
৫. সুখের এবং আনন্দের একটি মাসের নাম হচ্ছে ডিসেম্বর। আর এই ২৫ শে ডিসেম্বর আসছে সবার জীবনে সুখের ছায়া। নিয়ে আসছে শান্তি ,আনন্দ। আর এই দিনটিতে আনন্দের সাথে ধুয়ে যাও যত কষ্ট আছে সবার।
৬. কেউ যদি আমাকে কিছু উপহার দিতে চায় ।তাহলে আমি বলব এই বড়দিনটি জানি আমাকে উপহার দেয়। কারণ এই দিনটি জীবনে নিয়ে আসা সুখ ,আনন্দ, আশা ,আকাঙ্ক্ষা থাকে না কোন কমতি। সবকিছুই থাকে যেন অফুরন্ত। মেরি ক্রিসমাস ডে।
৭. তুমি যত কল্পনা করতে পারো তার থেকেও অনেক বেশি ।ভালোবাসি মেরি ক্রিসমাস ডে।
৮. ক্রিসমাস ডে আমাদের ভালোবাসার বন্ধন আরো মজবুত করার জন্য ।প্রতিটি বছরে বছরে ফিরে আসে আমাদের মাঝে । পঁচিশে ডিসেম্বর এই শুভ দিনটিতে থাকে না কোন কষ্ট ।ভরে উঠে খুশিতে মন আর এই খুশি যেন সারাটি জীবন অটুট হয়ে থাকে ।সবার জীবনে। হ্যাপি ক্রিসমাস ডে ২০২২
৯. ক্রিসমাস ডে একটি শুভ দিন। আর এই দিনটি যদি প্রতিদিন হতো তাহলে হয়তো থাকতো না কোন বিবাদ। আসতো না কোন কষ্ট ,দুঃখ। ভুলে থাকত সারাটি ক্ষণ আনন্দে। তাই জানো এই দিনটিকে স্যালুট।
১০. ক্রিসমাস ডে হচ্ছে অন্ধকারে পথ দেখানোর বাতি । যা মানুষের জীবনকে আলোয় আলোকিত করে রাখে। থাকতে দেয় না কোন আধার। চাঁদের আলোর মতো ঝলমল করে ওঠে সবার জীবন ।এই দিনটিতে happy ক্রিসমাস ডে।
১১. ক্রিসমাস ডে হচ্ছে একটি বড়দিন । আর বড়দিনে গরিব ধনী বলতে কিছু থাকে না ।সবার জীবনে নেমে আসে একই আনন্দ। আনন্দে মেতে ওঠে সবাই। মেরি ক্রিসমাস ডে
১২. যীশু খ্রীষ্ট সে প্রভু সমতুল্য। তার কাছে কিছু চাইলে সে কখনো ফেরায় না। তার ঝোলাতে যা রয়েছে ।তা সবার কাছে বিলিয়ে দেওয়ার জন্যই আসে প্রতি বছরে বছরে। মেরি ক্রিসমাস ডে।