বাস সময়সূচী

ঢাকা থেকে সিলেট পরিবহন সার্ভিস এর কাউন্টারের ঠিকানা এবং মোবাইল নাম্বার 

সুপ্রিয় বন্ধুরা, আজকে এই পোস্টে  ঢাকা থেকে সিলেট পরিবহন সার্ভিস এর সকল তথ্য কাউন্টার ঠিকানা এবং মোবাইল নাম্বার দেওয়া হল। যা খুব সহজে আপনি অনুসন্ধান করে আপনার কাঙ্খিত টিকেট বুকিং করে আপনার গন্তব্য স্থানে যেতে পারবেন।

এই পরিবহন সার্ভিস এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে সুদক্ষ ড্রাইভার এবং সুপারভাইজার অত্যন্ত নিরাপত্তার শহীদ এবং অতি যত্ন সহকারে যাত্রীদেরকে সর্বোচ্চ সেবা দান করে আপনার গন্তব্য স্থানে পৌছিয়ে দিবে। সকল যাত্রীদের প্রতি সম্মান দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের প্রতি সর্বোচ্চ সম্মান দেখিয়ে কখন কিভাবে যাত্রীদের সেবা করা যায় সেই বিষয় নিয়ে ধারণা আছে। 

ঢাকা থেকে সিলেট যাতায়াতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কাউন্টারে যে টিকিট পাওয়া যায় না। আবার বিভিন্নভাবে হয়রানি হয়ে থাকে যাত্রীরা। তাই আপনাদের সর্বোচ্চ সুবিধার জন্য খুব সহজ করে আপনি আপনার কাংখিত টিকিট ঘরে বসে বুকিং করতে পারেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই পোস্টে উল্লেখ করলাম।

ঢাকা থেকে সিলেট গামী সকল চেয়ার কোচ কখন কোন সময়  ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তার বিস্তারিত সকল সময়সূচী এবং তথ্য। অতি যত্ন সহকারে নিচে প্রকাশ করলাম। যা থেকে আপনি অনুসন্ধান করে খুব সহজেই আপনার টিকেট বুকিং করতে পারবেন। 

ঢাকা থেকে সিলেটের দূরত্ব

বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এর হিসাব মতে, সড়ক পথে ঢাকা থেকে সিলেটের দূরত্ব হচ্ছে 245 কিলোমিটার।আর রেলপথে ঢাকা থেকে সিলেট শহর 319 কিলোমিটার। বর্তমানে ঢাকা ও সিলেটের মধ্যে আটটি নন-এসি ও পাঁচটি এসি বাস চলাচল করছে।

উল্লেখ্য যে, উল্লেখিত পরিবহন গুলির মধ্যে জনপ্রিয় উল্লেখযোগ্য পরিবহন সার্ভিস হচ্ছে, এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড, হানিফ এন্টারপ্রাইজ এবং শ্যামলী পরিবহন। এছাড়া উল্লেখিত পরিবহনের মাধ্যমে যাতায়াত করার ক্ষেত্রে নিয়মিতভাবে প্রায় 6 ঘন্টা সময় লাগে।

প্রসঙ্গ মতে, বাংলাদেশ রেলওয়ে ঢাকা থেকে সিলেট রুটে চারটি আন্তঃনগর এবং একটি মেইল ট্রেন পরিচালনা করছে। এক্ষেত্রে নিয়মিত যাতায়াত এর জন্য আপনারা পারাবত এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনে যাতায়াত করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত সময় অর্থাৎ ভোর ছয়টা বেজে 30 মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় এবং দুপুর একটায় সিলেট পৌঁছায়।

ঢাকা টু সিলেট ট্রেনের টিকেট মূল্য প্রথম শ্রেণির 425  টাকা। এছাড়া আপনি যদি ঢাকা টু সিলেট রোড এর সকল ট্রেনের সময়সূচী এবং সকল ট্রেনের টিকিটের দাম সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে নিচের সারণিতে দেখে নিতে পারেন।

ঢাকা বাস কাউন্টার নাম্বার এবং সঠিক নির্ধারিত ভাড়া মূল্য

ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে সকল যাত্রীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে সকল পরিবহনের নির্ধারিত  ভাড়াএবং পরিবহনের নাম দেয়া হল। অর্থাৎ নির্ধারিত ভাড়া মূল্য এটা নির্ভর করবে পরিবহনের উপর।

যেমনঃ- এসি পরিবহন পরিবহনের ভাড়া একটু বেশি আবার নন-এসি পরিবহনের ভাড়া তুলনামূলক একটু কম তাই আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করছে টিকিটের ভাড়া মূল্য।

ঢাকা টু সিলেট বাসের ভাড়া ও কাউন্টারের মোবাইল নম্বর

নন-এসি বাস সমূহ

বাসের নাম ভাড়া কাউন্টার ও মোবাইল
এনা
পরিবহন
৪৭০ টাকা মহাখালি: 01760-737650
ফকিরাপুল: 01869-802736
মীরপুর: 01869-802731
আব্দুল্লাহপুর: 01869-802729
সায়েদাবাদ: 01869-802738
হানিফ
এন্টারপ্রাইজ
৪৭০ টাকা কল্যণপুর: 01713-049540
শ্যামলী: 01713-402639
গাবতলী: 02-9012902
ফকিরাপুল: 02-7191512
সায়েদাবাদ: 01713-402673
শ্যামলী
পরিবহন
৪৭০ টাকা গাবতলী: 01865-068925
আসাদগেট: 01714-619173
কল্যাণপুর: 01716-478951
সায়েদাবাদ: 02-7541336
ফকিরাপুল: 02-7193725
ইউনিক
সার্ভিস
৪৭০ টাকা আসাদগেট: 01963-622255
ফকিরাপুল: 01963-622226
মীরপুর ১০: 01963-622240
কমলাপুর: 01963-622299
সায়েদাবাদ: 01963-622235
আল-
মোবারাকা
৪০০ টাকা ঢাকা কাউন্টার: 01610-801024
ফকিরাপুল: 01610-801025
চিটাগাং রোড: 01610-801027
বেলানগর: 01610-801028

ঢাকা টু সিলেট বাসের ভাড়া ও কাউন্টারের মোবাইল নম্বর

ঢাকা থেকে সিলেট পরিবহন সার্ভিস এসি বাস সমূহ

বাসের নাম ভাড়া কাউন্টার ও মোবাইল
গ্রীনলাইন
পরিবহন
৳ ৯৫০-১২০০ আরামবাগ: 01730-060009
ফকিরাপুল: 01730-060013
কলাবাগান: 01730-060006
কল্যাণপুর: 01730-060081
বাড্ডা: 01970-060074
এনা
পরিবহন
৳ ১২০০ মহাখালি: 01760-737650
বিমানবন্দর: 01760-737652
টঙ্গী: 01760-737653
সায়েদাবাদ: 01869-802738
ফকিরাপুল: 01869-802736
লন্ডনএক্সপ্রেস ৳ ৯০০-১২০০ আরামবাগ: 01701-220011
কলাবাগান: 01701-220033
উত্তরা: 01701-220012
গোল্ডেন
লাইন
পরিবহন
৳ ১০০০-১২০০ কল্যাণপুর: 01705-408500
নবীনগর: 01733-208884
রায়ের বাজার: 01733-208885
গুলিস্তান: 01733-036003
সায়েদাবাদ: 01709-642585

Refarens-sportsnet24

পরিশেষে,

আমি এটাই বলব যে, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই পরিবহন সার্ভিস সর্বোচ্চ নিরাপত্তার সাথে পথ চলে থাকে। এছাড়া সড়ক পথে বিমানের ছোঁয়া এই পরিবহনে আপনি পাবেন। 

Rafiqul Islam

আমি মোঃ রফিকুল ইসলাম। infosearch24.com ওয়েবসাইটে আমি ২০২০ সাল থেকে শিক্ষা, ভ্রমণ এবং তথ্যপ্রযুক্তিসহ বাংলাদেশ এবং আন্তর্জাতিক সময় উপযোগী বিভিন্ন তথ্য সর্বপ্রথম তুলে ধরি । আশাকরি আমার আর্টিকেল গুলো আপনারা সকলেই নিয়মিত উপভোগ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button