ইসলাম

যে সূরাটি সকল রোগের মহা ঔষধ

আমরা যারা এই পৃথিবীতে বর্তমানে বসবাস করছি। এমন এক আধুনিক সভ্যতা যুগে চলে এসেছি প্রত্যেকটা মানুষ এত বেশি ব্যস্ত কোন বিষয়ে কথা বলার কোন সময় তাদের নাই। অথচ খুব সহজেই আল্লাহতায়ালা তাঁর পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন যে, এই পৃথিবীতে মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছুই করবে প্রত্যেকটা বিষয় সমস্ত কিছু নিয়ম নীতি পবিত্র কোরআনে তিনি উল্লেখ করেছেন। যা দেখে বুঝে শুনে আমরা সকল সমস্যা সমাধান করতে পারি।

কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে, ওই জায়গায় আমরা না খুঁজে আমাদের দেহে কি রোগে আক্রান্ত হল ভালো কোন বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে পরামর্শ নিয়ে ঔষধ সেবন করলে হান্ডেট পার্সেন্ট আত্মবিশ্বাস আছে এখন রোগটি সম্পন্ন সেরে যাবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে।

যে সূরাটি সকল রোগের মহা ঔষধ

অথচ ভাগ্যের কি নির্মম পরিহাস আল্লাহ পাক তাঁর পবিত্র কোরআনে এমন একটি সূরা নাযিল করেছেন। যে সূরাটি নিয়ম অনুসারে অন্তরের অন্তরস্থল থেকে পাঠ করা যায় তাহলে সমস্ত রোগ ব্যধি থেকে আমরা নিঃসন্দেহে মুক্তি পেতে পারি। নিচের এই সূরাটি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা উল্লেখ করা হলো।যে সূরাটি সকল রোগের মহা ঔষধ

সূরা ফাতেহা পবিত্র কোরআনুল কারিমের প্রথম সূরা। কোরআনের নির্যাস। কুরআনের বাকি ১১৩টি সূরা আসলে সূরা ফাতেহারই বিস্তৃত ব্যাখ্যা। পুরো কোরআনে মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এক) আল্লাহ তায়ালার পরিচয়, দুই) আল্লাহপাকের সঙ্গে মানুষের সম্পর্ক এবং তিন) আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য মানুষের করণীয় ও বর্জনীয় কী তা নিয়ে। সূরা ফাতেহায় এ তিনটি বিষয়ই সংক্ষেপে চমৎকারভাবে উল্লেখ রয়েছে।

হযরত আবু হুরাইরা (রা.) বলেন, রাসুল (সা.) একদিন উবাই ইবনে কাবকে (রা.) জিজ্ঞেস করলেন, তুমি কীভাবে নামাজে কোরআন পড়ো? তিনি সূরা ফাতেহা পড়ে শুনালেন। তখন রাসুল (সা.) বললেন, কসম সেই আল্লাহর, যার হাতে আমার জীবন সূরা ফাতেহার মত কোনো সূরা না তওরাতে, না ইঞ্জিলে, না জাবুরে, না কোরআনে নাজিল হয়েছে।’ সুনানে তিরমিজি, হাদিস ২৮৭৫; মিশকাত, হাদিস ২১৪২।

হযরত আবদুল মালেক ইবনে ওমায়ের (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সূরা ফাতেহা সব রোগের মহাওষুধ।’ সুনানে দারেমি, হাদিস ৩৪১৩; মিশকাত, হাদিস ২১৭০।

মিশকাত শরিফের ব্যাখ্যাকার হানাফি মাজহাবের প্রাজ্ঞ আলেম মোল্লা আলী কারী (রহ.) মিরকাতুল মাফাতিহে বলেন, ‘সূরা ফাতেহার অক্ষর, শব্দ পড়াতে যেমন উপকার আছে। তেমনি লেখাতেও উপকার আছে। যে কোনো ধরনের রোগ চাই দ্বীনী হোক কিংবা পার্থিব, অনুভবযোগ্য হোক বা না হোক সব কিছু এ সূরার বরকতে আল্লাহর ইচ্ছায় আরোগ্য হয়ে যাবে।’

হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.)-এর সাহাবিদের মধ্যে কয়েকজন সাহাবি আরবের এক গোত্রে আসলেন। গোত্রের লোকেরা তাদের কোনো মেহমানদারি করলো না। হঠাৎ ওই গোত্রের নেতাকে সাপে কাটে। তখন তারা এসে বললো, আপনাদের কাছে কি কোনো ওষুধ আছে? তাঁরা উত্তর দিলেন, হাঁ।

তবে আমাদের মেহমানদারি করতে হবে। আমরা প্রচণ্ড ক্ষুধার্ত। তারা মেহমানদারি করতে রাজি হলো। এছাড়াও আমরা তাদের কাছে একপাল বকরি চাইলাম। তখন একজন সাহাবি উম্মুল কুরআন অর্থাৎ সূরা ফাতেহা পড়তে লাগলেন এবং মুখে থুথু জমা করে সে ব্যক্তির ক্ষতে ছিঁটিয়ে দিলেন। ফলে বিশ নেমে গেলো এবং সে সুস্থ হয়ে গেলো।

সাহাবিরা খাওয়া দাওয়া করে নবী করিম (সা.) এর কাছে বকরিসহ ফিরে এসে রাসুল (সা.) কাছে জানতে চাইলেন তাদের এ ধরনের কাজ ঠিক হলো কি না। নবী (সা.) শুনে হেসে দিলেন এবং বললেন, তোমরা কিভাবে জানলে যে, সূরা ফাতেহা রোগ নিরাময়কারী? ঠিক আছে বকরিগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্যও একটি অংশ রেখে দিও। বুখারি, হাদিস ৫০০৬। Refarens-sportsnet24

Show More

Rafiqul Islam

আমি মোঃ রফিকুল ইসলাম। infosearch24.com ওয়েবসাইটে আমি ২০২০ সাল থেকে শিক্ষা, ভ্রমণ এবং তথ্যপ্রযুক্তিসহ বাংলাদেশ এবং আন্তর্জাতিক সময় উপযোগী বিভিন্ন তথ্য সর্বপ্রথম তুলে ধরি । আশাকরি আমার আর্টিকেল গুলো আপনারা সকলেই নিয়মিত উপভোগ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *