উক্তি

ছন্দ ও জোকস [১৮+ মজার অন্যরকম হাসির ছন্দ]

ছন্দ ও জোকস [১৮+ মজার অন্যরকম হাসির ছন্দ] প্রতিটি মানুষকে সুস্থ থাকার অন্যতম কৌশল হিসেবে অবশ্যই ছন্দ ও জোকস নিয়মিত জানা থাকা প্রয়োজন। শুধু নিজে জেনে থাকলে হবে না, অন্যের সাথে শেয়ার করে থাকলে অবশ্যই আপনি উপকৃত হবেন।

ছন্দ ও জোকস

মেরির একটা ছোট্ট ভেড়ার বাচ্চা ছিল, তার বাবা সেটাকে গুলি করে মেরে ফেলেছে, কিন্তু এখন তার সাথে স্কুলে যায়, দুই টুকরো রুটির সাথে।

আম্মু বলল, তুই কি করলে সারাদিন বাসায় থাকবি?
আমি বললাম, আমাকে বিয়ে দাও তাহলে আমি বাসায় থাকব।

আব্বু বলল, তুই আমার নাম ভবিষ্যতে উজ্জ্বল করবি,
তাই আমি আব্বুর নাম লাইট এর মধ্যে লিখে দিয়েছি,
যাতে করে সারাক্ষণ উজ্জ্বল দেখায়।

আমি আমার প্রেমিকাকে বললাম,
তুমি জালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না,
কিন্তু আমার প্রেমিকা বলল, দাড়াও আমি ফু দিয়ে নিভিয়ে দেই।

শিক্ষক বলল ছাত্রকে, বলতো গাছের ডালে কাক বসে আছে এর ইংরেজি কি?
আমি বললাম, এটা তো অনেক সহজ, ডাল মে কুচ কালা হে।

দুর্বল নেটওয়ার্ক রিলেশন এর জন্য খুবই ক্ষতিকর,
কারণ এটা সন্দেহ সৃষ্টি করে।

ফেসবুক আবিষ্কার করেছে ছেলেরা, তাহলে বুঝিনা
কেন এত লাফায় মেয়েরা।

যেদিন শুনেছি ভাবির ছোট বোন বিবাহিত
সেদিনই তো ছ্যাঁকা খেয়েছি।

বউকে বললাম, রান্নাটা অন্তত ভালো করে শিখে নাও
কারণ লিপিস্টিক খেয়ে খেয়ে কত দিনই বা বেঁচে থাকব বলো।

জীবনের প্রথম প্রেমিকাকে বললাম, যত তাড়াতাড়ি সম্ভব পড়াশোনা শেষ করে নাও,
সে বলল, আমি জন্মের পর তা শেষ করে দিয়েছি, কারণ আমি পড়াশোনা করি নাই।

তুমি যদি পায়েস হও, আমি হব সেমাই,
ভালো যদি বাসো তুমি,
আমি হবো তোমার হবু জামাই।

কুমিল্লার রসমালাই
বিক্রমপুরের মিষ্টি
তোমার সাথে ভিজবো আমি
যখন হবে বৃষ্টি।

মনের দুঃখে বন্ধু আমি খাচ্ছি এখন কলা
তোমার কথা মনে হলে বুকে লাগে অনেক জ্বালা।

বাড়িতে যে কোন বিষয় নিয়ে
ঝগড়া হোক না কেন
আমার মোবাইল টিপার
কথাটাই প্রথমে আসবে।

খেয়েছ বললেই তো হয়
যখন বল সোনা খেয়েছ,
তখন আমার বলতে ইচ্ছে হয়
এগুলো খায় কি সবাই?

বালিকা তুমি যতই
জিন্স প্যান্ট পরোনা কেন
চেইনের সুবিধা
তুমি কখনোই পাবে না।

বিড়াল খায় মাছের কাঁটা
আমি খাই জুস,
মেকআপ ছাড়া তোমায় দেখলে
থাকে না আমার হুশ।

ভাবছি সিগারেট খাব না
কিন্তু অন্যদিকে বন্ধুরা বলে
দোস্ত একটা টান দিয়ে ভাবির কসম।

Rafiqul Islam

আমি মোঃ রফিকুল ইসলাম। infosearch24.com ওয়েবসাইটে আমি ২০২০ সাল থেকে শিক্ষা, ভ্রমণ এবং তথ্যপ্রযুক্তিসহ বাংলাদেশ এবং আন্তর্জাতিক সময় উপযোগী বিভিন্ন তথ্য সর্বপ্রথম তুলে ধরি । আশাকরি আমার আর্টিকেল গুলো আপনারা সকলেই নিয়মিত উপভোগ করছেন।

Related Articles

Back to top button