pohala boyshakh

পহেলা ফাল্গুন ২০২৪ শুভেচ্ছা, উক্তি, মেসেজ ও স্ট্যাটাস

পহেলা ফাল্গুন ২০২৩ শুভেচ্ছা, উক্তি, মেসেজ ও স্ট্যাটাস-প্রতিবছর ইংরেজি সালের ১৪ ই ফেব্রুয়ারি প্রধানত পহেলা ফাল্গুন পালিত হয়। বাঙালি জাতির অন্যতম একটি প্রধান উৎসবের দিন হিসেবে উদযাপিত হয়ে থাকে। যার ওপর নির্ভর করে বিশেষ এই দিনটি পালনের লক্ষ্যে সকল শ্রেণীর মানুষ তাদের পরিচিত প্রিয় শুভাকাঙ্ক্ষী মানুষদের সাথে পহেলা ফাল্গুন শুভেচ্ছা উক্তি মেসেজ স্ট্যাটাস বাণী ইত্যাদি শেয়ার করে থাকেন। তাই আপনি কি ধরনের শুভেচ্ছা স্ট্যাটাস অনুসন্ধান করছেন তার ওপর নির্ভর করে অন্যরকম ভালোলাগা কিছু উক্তি শুভেচ্ছা স্ট্যাটাস মেসেজ আমরা এখানে উপস্থাপন করেছি। যা অবশ্যই আপনার প্রিয় মানুষগুলোর সাথে শেয়ার করে আরো বেশি আনন্দ উৎসব উদযাপন করে থাকেন পহেলা ফাল্গুন এই বিশেষ দিনটিতে।

পহেলা ফাল্গুন ২০২৩ এর শুভেচ্ছা

পহেলা ফাল্গুন মাস হচ্ছে বাঙালি জাতির মনের অনুভূতিগুলো প্রকাশ করার একটি বিশেষ মাস। যে মাসে প্রকৃতি প্রেমি সকল ধরনের বৃক্ষের গাছের পাতা এবং ফুল ফুটে থাকে যা সত্যিকার অর্থে এতটাই সৌন্দর্য ধারণ করে মুখে বলে প্রকাশ করা সম্ভব না। এখানে আপনি এমন কিছু শুভেচ্ছা খুজে পাবেন যা অবশ্যই আপনার প্রিয় মানুষের সাথে শেয়ার করে আপনার গ্রহণযোগ্যতা আরও বেশি বৃদ্ধি করে নিতে পারেন।

১। **ফুল ফুটুক আর নাই ফুটুক আজকে পহেলা ফাল্গুন শুভেচ্ছা রইল সকল বাঙালি জাতির কাছে।

২। **এই ফাল্গুন হয়ে উঠুক সবার জীবনের সর্বশ্রেষ্ঠ বসন্ত। তাই আমি সবাইকে জানাই ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা।

৩। **ফাল্গুন মানেই হলুদ শাড়ি মাথায় এক গোছা ফুল দিয়ে নতুন সাজে সেজে মেতে উঠুক ফাল্গুনের আনন্দ। সবাইকে জানাই ফাল্গুনের শুভেচ্ছা।

৪। **কোকিলের কন্ঠে মেতে ওঠে মন ,গাছে গজায় নতুন পাতা আর এ থেকেই মনে হয় বসন্ত এসেছে। সবার মনে জাগে ফাল্গুনের ছোঁয়া তাই সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা।

৫। **চারিদিকে হলুদ শাড়িতে রমণীরা মাথায় এক গোছা ফুলের সুবাস দিয়ে জানিয়ে যায় ফাল্গুন এসেছে। তাই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।

৬। **ভালোবাসার ফাল্গুনী যদি হয় পাগলা হাওয়া, ভাবনার গভীর দেশে হারিয়ে নিবিড় পাওয়া। তাই সবাইকে জানাই ফাগুনের অনেক অনেক শুভেচ্ছা ।

৭। **কত ফাল্গুন আসে ,কত ফাল্গুন যায় কোকিল পথ হারিয়ে কন্ঠ থেমে যায়। আবার এলো সেই পহেলা ফাল্গুন যা সবার ফুলে ফুলে রং ভরায়। পহেলা ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা।

৮। **মানুষের দেহে যেমন নিঃশ্বাস না থাকলে দেহের কোন মূল্য থাকে না ।তেমনি একটি গাছে পাতা না থাকলে তার কোন সৌন্দর্য থাকে না। আর এই পহেলা ফাল্গুন এসেছে মানে গাছের সৌন্দর্য নিয়ে এসেছে। তাই পহেলা ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে।

৯। ** ফুল সবার পছন্দের একটি জিনিস। আর পহেলা ফাল্গুন মানে নতুন রংবেরঙের ফুলের সমারহ। আর ফাল্গুন মন ভরিয়ে যায় সবার ,তাই এই ফাল্গুনটি হচ্ছে সবার কাছে অনেক অনেক প্রিয়। তাই ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে।

১০। **বাঙালি রমণীরা যখন হলুদ শাড়ি পড়ে মাথায় এক গোছা ফুল লাগায়। তখন মনে হয় ফাল্গুন বুঝি নতুন রং নিয়ে এসেছে। সুবাসে সুবাসে ভরে যায় সব জায়গা। তাই সবাইকে জানাই ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা।

১১। **আসমান জমিন ভরে উঠুক বসন্তের আবেশে। ফুলে ফুলে ভরে উঠুক সারা দেশ সুবাসে। মানুষের জীবন ভরে যাক কোকিলের বাঁকে। তাই সবাইকে জানাই ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা।

১২। **ফাগুন এমন একটি মাস যে মাসে পৃথিবীটা হয়ে যায় রঙিন। বাঙালির মন মেতে ওঠে রঙে রঙে। বাগান ভরে যায় ফুলে ফুলে। গাছ ভরে ওঠে পাতায় পাতায়। আর সবকিছু নতুন নতুন বলেই ফাল্গুন। ফাল্গুনের শুভেচ্ছা সবাইকে।

পহেলা ফাল্গুন ২০২৩ ম্যাসেজ [SMS]

পহেলা ফাল্গুন ২০২৩ এর মেসেজ অন্যতম খোরাক হিসেবে সকলের বিশেষ প্রয়োজন হয়ে থাকে তাই ফাল্গুনের ভালোবাসা প্রকাশের লক্ষ্যে যে সকল মেসেজ প্রতিবেশী জনপ্রিয় সেগুলো আপনাদের উদ্দেশ্যে এখানে প্রকাশ করেছি।

পহেলা ফাল্গুনের এসএমএস:

13. **প্রিয়ারে প্রিয়ারে বলোনা তারে ভালোবাসা ছাড়া বাঁচি কি করে। তাই পহেলা ফাল্গুনে চাই তোমার ভালোবাসা

14. **এলো বসন্ত ডাকে পাখি, তোমার জন্য কাঁদে আমার আঁখি। কই তুমি কই তুমি আমার প্রিয়া, যাওনা তুমি আমায় একটু ভালোবাসা দিও। এই ফাল্গুনের চাই অনেক অনেক ভালোবাসা।

15. **পহেলা ফাল্গুনের দেখি অনেক বাঙালি নারী, তার মধ্যে আমি শুধু তোমাকেই খুঁজি। তাই তোমাকে জানি ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা।

16. **প্রিয়তমা তোমাকে জানাই ফাগুনের অভিনন্দন এক গোছা গোলাপ তোমার খোঁপা বেঁধে দিব বলে অপেক্ষায় দাঁড়িয়ে আছি ।

17. ** ওগো আমার পিয়া তুমি হলুদ শাড়িতে সেজে।আমার মনের ভালবাসা উঠবে যে বেজে। তোমাকে ভালোবেসে এক গোছা গোলাপ দেব বেঁধে।

18. **তুমি কি শুনেছো কখনো কোকিলের ডাক কত মধুর হয়,তা শুধু ফাল্গুন এলেই বোঝা যায় । তুমি কি জানো ভুল কত সুন্দর হয়। তা শুধু ফাল্গুন নিয়ে বোঝা যায়। তাই ফাল্গুনের শুভেচ্ছা তোমাকে

19. **তুমি হলে রানী আর আমি হলাম রাজা, ফাল্গুনের দিনে আমি তোমায় দেবো ভালোবাসা,

20. ** ওগো প্রিয়া তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি আমি সকাল সাজে, তোমায় আমি খুজে পাই ফাল্গুনের ফুলের মাঝে। তাই তোমাকে জানি ফোন করে অনেক অনেক শুভেচ্ছা।

21. **তুমি আমার দিন বন্ধু, তুমি আমার রাধ একসাথে চলবো আমি কাঁদে রেখে কাঁদ।
ফাল্গুনের দিনে তুমি আসবে কাছে, আপন করে নেব আমি তোমায় ভালোবাসে।

22. **তুমি ফাল্গুনের ফুলের মত তরতাজা একটি গোপন। তাই আমি ফাল্গুনের শুভেচ্ছা জানাই তোমাকে অনেক অনেক বার।

পহেলা ফাল্গুন ২০২৩ স্ট্যাটাস

বাংলা বারটি মাসের মধ্যে অন্যতম সৌন্দর্যের রূপ ধারণ করে থাকে প্রকৃতি সকল গাছপালা সেই মাছটি হচ্ছে পহেলা ফাল্গুন আর তার জন্য অসংখ্য ফাল্গুন ভক্ত প্রিয় মানুষেরা তাদের ফাল্গুন মাসের ভালবাসা উদযাপনের লক্ষ্যে বিভিন্ন ধরনের স্ট্যাটাস অনুসন্ধান করে থাকেন আমরা এখানে ভালোলাগা জনপ্রিয় আকর্ষণীয় নতুন সেরা স্ট্যাটাস উপস্থাপন করেছি।
**ফাল্গুন নিয়ে স্ট্যাটাস:

23. **নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ভারতের সর্ব সুখ সারিয়ে নিঃশ্বাস। নদী ওপাড়ে বসে দীর্ঘ সব ছাড়ে, সব সুখ বুঝি নদীর ওপারে।-রবীন্দ্রনাথ ঠাকুর

24. **রাত শেষে ভোরে রাঙ্গা চৈত্র মাস, তোমার চোখে দেখি শুধু আমার সর্বনাশ। তাই চৈত্র মাসের মতোই যেন হয় সবার হৃদয় ।ফাগুনের অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য।

25. **দেখো বসন্তের সুবাস বইসে আজি। এসো বসন্তের রঙের সাজি। ফুলে ফুলে রাঙিয়ে মন ঘুরব মোরা রেখে বাজি। তাই ফাল্গুনের অনেক অনেক শুভেচ্ছা।

26. **বসন্ত মাস ফুলে ফুলে ভরপুর, তুমি আর আমি ঘুরব সারা দুপুর। বসন্তের ফুল বুঝিয়ে দেবো তোমার খোপায়, ভালোবাসার এটাই সেরা সময়।

27. **হয়তো খুঁজে নিয়ে ফুল রবীন্দ্র সংগীতে যত আছে,
হয়তো গায়নি পাখি অন্তর উদাস করা সুরে বনের কুসুমগুলি ঘিরে।
আকাশে মেলিয়া আঁখি তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে গাছে।
তার তলে ভালবেসে বসে আছে বসন্তপথিক।

28. **চেনা সুর অচেনা রং একলা পথের মাঝে, হাত বাড়িয়ে দাঁড়িয়ে রই ফাল্গুন এসেছে। তাই তোমায় দিলাম ফাল্গুনের শুভেচ্ছা। শুভ হোক ফাল্গুন।

29. **ফুলের রানী রূপের রানী কোথায় তুমি যাও তোমার সাথে আমাকেও সঙ্গে করে নাও। বসন্তের ফুলের মত মায়া তোমার মুখ, তোমাকে দেখলে আমার মনে লাগে তাই বসন্তের শুভেচ্ছা তোমার জন্য।

30. **বাঙালির মেরা সেজেছে অপরূপ সাজে, মনের মাঝে একি সুর বাজে। শিমুল বনে আজ লেগেছে আগুন আজ বুঝি মনে হয় এসেছে ফাল্গুন।

31. **এলো বসন্ত ডাকে পাখি কি করে মনটা বেঁধে রাখী। ফাল্গুনের ছোঁয়ায় মেতে উঠেছে মন, ফাল্গুনের অনেক অনেক অভিনন্দন।

32. **প্রথম ফাল্গুনের দিনে তোমাকে এক গোছা গোলাপ দিব কিনে, তবে সেই গোলাপ ফুটেছিল সাহারার প্রান্তরে , একটি একটি করে।

পহেলা ফাল্গুনী ২০২৩ এর উক্তি

পহেলা ফাল্গুন প্রকৃতির বিশেষ একটি মাস যে মাসকে সাড়া দিয়ে আমরা সকল শ্রেণীর মানুষ উৎসব পালনের লক্ষ্যে বিভিন্ন ধরনের উক্তি অনুসন্ধান করে থাকি যার ওপর নির্ভর করে অন্যরকম ভালো লাগার কিছু সেরা উক্তি এখানে আপনি খুঁজে পাবেন শেয়ার করার নিমিত্তে। Refarens-sportsnet24

**পহেলা ফাল্গুনের উক্তি:

33. **তরি তার এসেছে কি বেজেছে কি আগমনী গান। ঠেকেছে কি সে আমায়, রাখিনি তার সন্ধান।-সুফিয়া কামাল

34. **এখনো দেখিনি তুমি? কহিলাম কবি কেন আজ উন্নানা তুমি। কোথায় তবু নব পুষ্পসাজ।

35. **আসছে ফাল্গুন আমরা কিন্তু দ্বিগুণ হব।- জহির রায়হান

36. **তোমার অশোকে কিংশুকে , অলক্ষ রং লাগলো আমার অকারণে সুখে-রবীন্দ্রনাথ ঠাকুর

37. **মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে, মলয় সমীরে মধুর মিলন রটাতে। কুহক লেখনি ছুটায়ে, কুসুম তুলেছে ফুটায়ে। লিখেছে প্রণয় কাহিনী বিবিধ বরন ছুটাতে -রবীন্দ্রনাথ ঠাকুর

38. **তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ আমার রঙিন স্বপ্ন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখে সকল অবসান- রবীন্দ্রনাথ ঠাকুর

সেরা আর্টিকেল>>>হ্যাপি রোজ ডে ২০২৩ শুভেচ্ছা, অ্যানিমেটেড গিফট, ছন্দ, এসএমএস, রোমান্টিক কবিতা