কিয়ামতের ভয়ঙ্কর কিছু আলামত পাওয়া গেছে
পৃথিবীর বয়স দিন দিন যতই বাড়ছে ভয়ঙ্কর এই কিয়ামত ততোই সন্নিকটে আসছে।এই পৃথিবী একদিন জেমনি করে সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি করে একদিন ধ্বংস হয়ে যাবে।
কিয়ামতের দিন এতটাই ভয়ঙ্কর হবে যে,মুখে বলে বিশ্বাস করানো সম্ভব নয়। তাই যতটুকু আমার সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী কিয়ামতের দিন সম্পর্কে কিছু মূল্যবান কথা নিম্নে উল্লেখ করলাম। যা পড়লে আপনি নিজেও হতভম্ব হয়ে যাবেন। এটাই হচ্ছে চিরন্তন বাণী।
আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাম তার হাদিস শরীফে সুস্পষ্ট ভাষায় কিছু মহা মূল্যবান কথা বর্ণনা করে গেছে গেছেন। সেই কথার পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে আমরা স্পষ্ট বুঝতে পারতেছি কিয়ামত অতি সন্নিকটে। তার বাস্তব নিদর্শনস্বরূপ কিছু আলামত ইতিমধ্যে পাওয়া গেছে যা সম্পর্কে নিচে উল্লেখ করলাম ধৈর্যসহকারে, মনোযোগ সহকারে জানুন।
পরিশেষে,
আমার একটাই কথা পৃথিবী খুব দ্রুত সময়ের মধ্যেই ধ্বংস হয়ে যাবে এবং আমরা যারা মানুষ আমাদের প্রত্যেকের মাথায় কিয়ামতের এই ধ্বংসযজ্ঞ লীলাখেলা যেদিন ঘটবে সেদিন আর করার কিছুই থাকবে না। তাই আসুন সময় থাকতে সাবধান হয়ে যাই। এবং সৃষ্টিকর্তার এবাদত বন্দেগী করে জীবনটা কাটিয়ে দেই।