
বাংলাদেশের ইতিহাসে যে সকল কবি এবং সাহিত্যিকরা চির অমর হয়ে আছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ এবং জাতীয় কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তিনি বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে অত্যন্ত গরীব ঘরের সন্তান।
নানারকম অভাব-অনটনের মাঝে তার জীবন চলা। স্কুলজীবন ইতিহাসে সর্বোচ্চ ফাঁকি দিয়ে বনেবাদাড়ে একাকী নিরালায় বসে তার মধুর সুরে বাঁশি বাজাতেন । ঐ বাঁশি যেন তার জীবনের সবচাইতে মূল্যবান সম্পদ ছিল।
পড়াশোনা কোনো ভাবেই ভালো লাগতো না। সে সবসময় একাকীত্ব ভাবে বাঁশি বাজাতেন। তারপর তার জীবনের প্রায় দিন না খেয়ে থাকাটা ছিল তার নিত্যদিনের সঙ্গী।
শত কষ্ট বুকে চাপা দিয়ে শুধু ভাবনার দুয়ারে নানা রকম ভাবনা নিয়ে চলছেল তার জীবনকাল। আমাদের এই জাতীয় কবি দেশের এক মূল্যবান সম্পদ ছিল যে সম্পদ আমরা আর কোনদিন ফিরে পাব না।তাইতো আজকে এই দেশে যার নাম চির অমর হয়ে আছে।