
যমুনা নদী নিয়ে উক্তি, ক্যাপশন ও স্ট্যাটাস-যমুনা নদী বাংলাদেশের সকল নদনদীর মধ্যে অন্যতম একটি প্রধান নদী হিসেবে আখ্যায়িত করা হয়।এছাড়া বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে প্রধান একটি নদী হচ্ছে, যমুনা নদী। মূলত এই নদীর নাম জুনাই নদী থেকে যমুনা নদীর নাম উৎপত্তি হয়েছে। বিশেষ একটি সময় ১৭৮৭ সালে ভূমিকম্পে যমুনা নদী রাজশাহী অঞ্চল ও ঢাকা অঞ্চল হতে আলাদা হয়ে থাকে।
যমুনা নদী উৎপত্তিস্থল হতে এর দৈর্ঘ্য 240 কিলোমিটার এবং প্রস্থ 12 হাজার মিটার যা সর্বাধিক প্রস্থ হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়া উক্ত নদীর উপনদী গুলো হচ্ছে তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই। এছাড়া যমুনা নদী যেসব অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য রাজশাহী বিভাগ, ময়মনসিং বিভাগ ও ঢাকা বিভাগের সাথে।
যমুনা নদীর সবচেয়ে উল্লেখযোগ্য প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উক্ত নদীর উপর দিয়ে মূল্যবান একটি সেতু নির্মাণ করা হয়েছে, যেটি যমুনা সেতু নামে পরিচিত। এ ছাড়া তার মোট দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার এবং প্রস্থ ১৮.৫ মিটার। প্রতি মুহূর্ত অসংখ্য মানুষ যমুনা নদী তথা উল্লেখযোগ্য এই সেতু দেখার উদ্দেশ্যে এখানে ভ্রমণ করতে এবং বেড়াতে আসে।
যমুনা নদী নিয়ে উক্তি
১। প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মধ্য দিয়ে সাজানো যমুনা নদীর দৃশ্য,
যেখানে প্রতিনিয়ত অসংখ্য মানুষ প্রকৃতির প্রেমের টানে যেখানে উপস্থিত হয়ে থাকে।
২। নদী যেমন তার স্রোত বাধা প্রাপ্ত হলে নতুন কোন পথ খুঁজে নিয়ে চলতে থাকে,
ঠিক তেমনি ভাবে প্রতিটি মানুষের ভালোবাসার স্রোত বাধা প্রাপ্ত হলে নদীর মতো অন্য কোন পথ খুঁজে নিয়ে চলতে থাকে।
৩। নদীতে বন্যার পানি এসে থাকলে তা যেমনি থামিয়ে রাখা যায় না,
ঠিক তেমনি মানুষের মনের ভালবাসা কখনো আটকে রাখা যায় না।
৪। নদী কখনো বিপরীত দিকে চলতে পারে না সে তার গতিতে চলতে থাকে, এভাবেই প্রতিটি মানুষ যদি তার গতিতে চলতে থাকে অবশ্যই সে সফলকাম হবে।
৫। একটি নদীর জন্ম হয়ে থাকে হাজারো মানুষের বসবাসের স্থানটুকু কেড়ে নিয়ে।
৬। নদী এপার ভাঙ্গে ওপার গড়ে ওপার ভাঙ্গে ওপার গড়ে এটাই হচ্ছে নদীর প্রকৃতির খেলা।
৭। যমুনার নদীর জলে যেন ঝকঝকে জলের কাচের ঢেউ অন্যরকম অনুভূতির কথা প্রকাশ করে যায়।
৮। যমুনা নদীর পানির ঢেউ দেখে ভয়ে গায়ে উঠে জ্বর, ভয়ে আমি প্রতিনিয়ত কাপি থরথর।
যমুনা নদী নিয়ে ক্যাপশন
১। যমুনা নদীর অকাল প্লাবনে যদি প্রকৃতির দাঁড়ায় ভাঙ্গন ধরে বাঁধের কিনারে বন্যা হয়ে বাসবো তোকে আগলে রেখে স্মৃতির মিনারে।
২। যে নদী যত গভীর হয় তার গর্জন ও তত কম হয়,
নিঃশব্দে সে প্রবাহিত হতে জানে,
হাজারো ব্যথা বুকে ধারণ করে
আপন গতিতে তার স্রোত চলতে থাকে।
৩। যমুনা নদীর দিকে চেয়ে দেখি নেই কোন কুল,
নৌকাতে উঠেই করেছি হয়তো ভুল,
জলের দিকে তাকিয়ে বলি সোনালি পুটির পিট যে দেখা যায়।
৪। যমুনা নদীর পাড়ে গিয়ে শুধু একটি কথাই বলে থাকি কত মানুষের জমি ভিটে কেড়ে নিয়ে তুই আছিস তোর মতো করে বেশ।
৫। যমুনা নদীর পারে চোখ বন্ধ করে থাকলে জলের মিষ্টি শব্দ আসুক কানে,
এটি যমুনা নদী মিষ্টি শব্দ নাকি স্বর্গ ঐ খোদাই জানে।
যমুনা নদী নিয়ে স্ট্যাটাস
১। নদীর কাছ থেকে আমরা কঠিন এক শিক্ষা গ্রহণ করে থাকি, নদী শুধু সামনের দিকে অগ্রসর হতে জানে, অতীতকে সে কখনোই মনে ধরে রাখে না, প্রতিটি মানুষ কে এই মনোনিবেশ এর মাধ্যমে অগ্রসর হওয়া উচিত।
২। নদী যেমন কখনোই তার জল পান করে না, গাছ যেমন কখনোই তার নিজের ফল খায় না, সুতরাং, জীবনে অন্যদের জন্য বাঁচতে শিখুন প্রকৃতির মাঝখান থেকে শিক্ষা নিয়ে।
৩। প্রতিটি মানুষ যদি নদীর মতো করে ভালোবাসা জানতো তাহলে সে ভালোবাসায় কখনোই স্বার্থ থাকতো না এবং কত সুন্দর হতো আমাদের এই পৃথিবী।
৪। ছোট ছোট নদীগুলো মিলিত হয়ে যেমন একত্রিত হয়ে একাকার হয়ে যায় সমুদ্রের মাঝে, এমনি করে প্রতিটি মানুষ তাদের ভালোবাসায় সবকিছু ভুলে গিয়ে যদি হারিয়ে যায়।