শুভেচ্ছা বার্তা

বাবা ও মা হচ্ছে সন্তানের জন্য পৃথিবীর সর্ব শ্রেষ্ঠ উপহার

বাবা ও মা হচ্ছে একজন সন্তানের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি উপহার ।যাদের সম্পর্কে আমরা যদি দোলনা থেকে কবর পর্যন্ত আলোচনা করে থাকি তাদের গুণাবলীর কথা কখনোই মুখে বলে শেষ করা যাবে না।

বাবা ও মা

সে ক্ষেত্রে মহা মূল্যবান কিছু বাণী অতীতের জ্ঞানীগুণী ব্যক্তি বর্গ উল্লেখ করে গেছেন। সেখান থেকে আমাদের সর্বোচ্চ জ্ঞান লাভ করে তাদের প্রতি যে মহা দায়িত্ব এবং করণীয় সকল কার্যাবলী আমাদেরকে গুরুত্বসহকারে মেনে চলতে  হবে। 

যখন একজন সন্তান তার বাবা ও মাকে সর্বোচ্চ চেষ্টার বিনিময়ে তাদের সকল দিক থেকে সেবা-যত্ন করে যেতে পারে। তখন ওই সন্তান পৃথিবী এবং মৃত্যুর পরের জীবন সর্বোচ্চ সার্থকতা লাভ করে থাকে নিঃসন্দেহে।

সৃষ্টিকর্তার বাণী

বাবা মায়ের সম্পর্ক এর বিষয়ে একজন সন্তানের দায়িত্ব কতটুকু এবং কিভাবে তাদের সেবা-যত্ন করে নিজেকে ধন্য করবে তার সকল নির্দেশনার মহামূল্যবান বাণী গুলো সৃষ্টিকর্তার নিজেই তার ধর্ম গ্রন্থ প্রকাশ করে গেছেন।

যেখানে স্পষ্ট ভাষায় ব্যক্ত আছে যে সৃষ্টিকর্তা ছাড়া যদি অন্য কাউকে সেজদা করতে বলা হতো তবে যেন মা-বাবাকেই সেজদা করতে বলা হত। এখান থেকে আমাদের জীবনের চরম কঠিন বাস্তব সিদ্ধান্ত নিতে হবে যে,

অবশ্যই নিজের সার্থকতা লাভের জন্য হলেও সৃষ্টিকর্তার এই মহাবাণী মনেপ্রাণে মেনে নিয়ে তাদের সকল সুযোগ সুবিধা অসুবিধা খেয়াল করে তাদের সেবা-যত্ন করে যেতে  হবে। 

বাধ্য সন্তান

বাবা ও মায়ের বাধ্য সন্তান বলতে খুব সহজেই বোঝা যায় এক কথায়, একজন সন্তান তার বাবা-মায়ের কথামতো যদি তার জীবনের সকল কার্যাবলী গুলো ঠিকঠাক মতো করে যেতে পারে তাহলে অবশ্যই তার জন্ম হবে সার্থক জনম।

এবং পরকালে পাবে সে মহা পুরস্কার সৃষ্টিকর্তার কাছ থেকে। একথা আমাদের মহান সৃষ্টিকর্তার নিজেই ঘোষণা করেছেন তাঁর পবিত্র আল- কোরআনে।

অবাধ্য সন্তান

মা-বাবাকে সম্মান করে চলে না তাদের কথামতো যে সন্তান কোন কিছুই করে না তাদেরকে বলা হয় অবাধ্য সন্তান। আর এই অবাধ্য সন্তানের শাস্তি সম্পর্কে সৃষ্টিকর্তা মহাবিপদ সংকেত সহ তার ধর্ম গ্রন্থ প্রকাশ করেছেন।

যা জানলে কখনই আমরা তাদের অবাধ্য হয়ে কখনো একটি পা ফেলবো না ।মানবাধিকার দৃষ্টিকোণ থেকে হলেও বাধ্য হয়ে আমাদের সকলের উচিত তাদের কথামতো আমাদের জীবন যাপন পরিচালনা  করা। 

সর্বোচ্চ সম্মানের মালিক

একজন সন্তানের কাছে এই পৃথিবীতে কোন মা-বাবাই কোন কিছু চায়না শুধু তারা চেয়ে থাকে যেন তাদেরকে সম্মানের সহিত আচরণ করে তাদের সাথে জীবনযাপন করা।

কোন ক্ষেত্রেই তারা যেন এক বিন্দু পরিমাণ অসম্মান না হয় সেদিকে আপনাকে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। তবেই আপনার জীবন ধন্য হয়ে যাবে। এছাড়া নিজের বিবেক তথা সকল বাস্তবতার দিক থেকে একটি প্রশ্নের সহজ উত্তর আসে যে একজন সন্তানের কাছে সর্বোচ্চ সম্মানের মালিক একমাত্র দাবিদার এবং অধিকার আছে তার মা-বাবা।

মা বাবার সেবা ও যত্ন নেওয়া

একজন সন্তান যদি তার এই নশ্বর পৃথিবীতে সকল কিছুর দিকে সর্বোচ্চ সম্মানের অধিকারী লাভ করতে চায় তাহলে সর্বপ্রথম যে কাজটি তাকে অবশ্যই করতে হবে তা হচ্ছে যে মা বাবার সেবা ও যত্ন করে তাদের কাছ থেকে দোয়া নিয়ে তাকে সফলতার মুখ দেখতে হবে নচেৎ অন্যথায় কোনভাবেই সম্ভব নয়।

মা বাবার দোয়া

মা বাবার দোয়া এই শব্দটি আমরা যদি বাহিরে একটু মুহূর্তের জন্য হলেও বের হয়ে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান তথা অফিস-আদালতে যে কোনো গুরুত্বপূর্ণ স্থানে এই শব্দটি খুব সুন্দর করে লেখা আছে।

তার সঠিক অর্থ হচ্ছে যে, মা-বাবার দোয়া থাকলে এই পৃথিবীতে সকল অসম্ভব কাজ খুব সহজেই সম্ভব করে নেওয়া সম্ভব এবং এই বাণী সৃষ্টিকর্তার নিজেই তার ধর্ম গ্রন্থ প্রকাশ করেছেন যা 

চিরন্তন সত্য ।এছাড়া বাস্তবজীবনে আপনি একটু খেয়াল করে দেখবেন যাদের ওপর মা-বাবার কোন আশীর্বাদ নেই তাদের জীবনের ভয়ঙ্কর কর্মকাণ্ড গুলি দেখলে আপনি কখনোই মা বাবার দোয়া ছাড়া কোন কাজ করতে চাইবেন না। Refarens-sportsnet24

পরিশেষে

এই পৃথিবীতে  যারা মহাজ্ঞানী মানুষ অতীতে এসে এবং বর্তমান অব্দি পর্যন্ত মা-বাবার সম্পর্কে যতবারই উল্লেখ করে গেছেন সকল ক্ষেত্রে পরিষ্কার ভাষায় তারা উপস্থাপন করেছেন যে, কখনোই মা-বাবার সাথে খারাপ আচরণ করে জীবনে কোনো সফলতা অর্জন করা সম্ভব নয়। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই তাদের সর্বোচ্চ সতর্কতার সহিত সেবা-যত্ন করে তাদের আশীর্বাদ নিয়ে আমাদের জীবন বর্তমান ভবিষ্যৎ উজ্জ্বল করতে হবে।

ঈদ মোবারক পিকচার/ ছবি ফটো ওয়ালপেপার ফ্রি ডাউনলোড

Show More

Rafiqul Islam

আমি মোঃ রফিকুল ইসলাম। infosearch24.com ওয়েবসাইটে আমি ২০২০ সাল থেকে শিক্ষা, ভ্রমণ এবং তথ্যপ্রযুক্তিসহ বাংলাদেশ এবং আন্তর্জাতিক সময় উপযোগী বিভিন্ন তথ্য সর্বপ্রথম তুলে ধরি । আশাকরি আমার আর্টিকেল গুলো আপনারা সকলেই নিয়মিত উপভোগ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *