শিক্ষা

ইংরেজি শেখার সহজ উপায় Apps

আমাদের দেশে ছাত্র-ছাত্রীরা 12 বছর বাধ্যতামূলকভাবে ইংরেজি পড়ে কিন্তু এত বছর পড়ার পরেও এই ভাষায় তাদের দখল করুণভাবে অপর্যাপ্ত । বিপুল সংখ্যক ছাত্রছাত্রী ইংরেজিতে ফেল করে এমনকি যারা ভালো নম্বর পেয়ে পাশ করে তারাও গ্রহণযোগ্য ইংরেজিতে কোন ভাব ব্যক্ত করতে পারে না ।

যে কোন বিদেশী ভাষা আয়ত্ত করতে হলে ওই ভাষার শব্দ শিখতে হবে । কারণ শব্দ ভাব প্রকাশের বাহন যিনি যত বেশি শব্দ জানবেন তার পক্ষে ওই ভাষা বুঝতে ও ভাব প্রকাশ করতে তত সহজ হবে আমাদের ছাত্র-ছাত্রীদের ইংরেজি শব্দ সম্পদ ভোকাবুলারি অত্যন্ত সীমিত আর এই সীমিত শব্দ থেকে ইংরেজি বাক্যের স্ট্রাকচারের উপর কোন দল না থাকায় সেগুলো তারা ব্যবহার করতে পারে না ।

আমাদের মাতৃভাষা ইংরেজি  এবং ইংরেজি শুনে আর কোনো সুযোগ নেই তাই তাদেরকে স্ট্রাকচার শিখতে হবে মোট নয়টি বেসিক স্ট্রাকচার আছে একটি একটি করে শিখতে হবে । প্রত্যেকটি স্তরের প্রচুর বা অনুসরণ করা হবে ।

এইভাবে একবার একটা স্ট্রাকচার আয়ত্ত হলে শিক্ষার্থী স্ট্রাকচারে যেকোনো সংখ্যক বাক্য তৈরি করতে পারবে । পরিশেষে মূল কথা হচ্ছে যে, প্রফেসর সদর উদ্দিন আহমেদ স্যারের লার্নিং ইংলিশ ওই বইটি সংগ্রহ করে খুব সহজেই আপনি আপনার ইংরেজী ওপর ভালো দক্ষতা অর্জন করতে পারবেন।

ইংরেজি শেখার Apps

  • Duolingo
  •  Hello English
  • Learn English Phrases
  •  Google Translate
  •  Lingbe

Rafiqul Islam

আমি মোঃ রফিকুল ইসলাম। infosearch24.com ওয়েবসাইটে আমি ২০২০ সাল থেকে শিক্ষা, ভ্রমণ এবং তথ্যপ্রযুক্তিসহ বাংলাদেশ এবং আন্তর্জাতিক সময় উপযোগী বিভিন্ন তথ্য সর্বপ্রথম তুলে ধরি । আশাকরি আমার আর্টিকেল গুলো আপনারা সকলেই নিয়মিত উপভোগ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button