শিক্ষা

এসএসসি পরীক্ষার সাজেশন ২০২২ হিসাববিজ্ঞান PDF Dowenload

এসএসসি পরীক্ষার সাজেশন ২০২৪ হিসাববিজ্ঞান-সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, আপনার পরিবারের অর্থাৎ মা এবং বাবাকে  সালাম করবেন। এবং তাদের কাছ থেকে তাদের মন থেকে আপনার প্রতি যেন দোয়া আসে সেই দৃষ্টিতে তাদের কাছ থেকে বিদায় নিবেন। দেখবেন আপনার পরীক্ষা এখানেই শতভাগ সাকসেস হয়ে আসবে  ইনশাআল্লাহ।

আপনারা যারা এসএসসি পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করলাম যা আপনি অনুসরণ করে চলে অবশ্যই আপনার পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন ।

পরীক্ষার আর খুব বেশি সময় হাতে নেই বললেই চলে। সেক্ষেত্রে আপনার জীবনের প্রধান টার্নিং পয়েন্ট হচ্ছে এই এসএসসি পরীক্ষা । সর্বপ্রথম আপনার পরীক্ষার হলে গিয়ে কিভাবে আপনি স্বতঃস্ফূর্তভাবে সকল প্রশ্নের উত্তর দিয়ে ভালো পরীক্ষা দিবেন। তার বিশেষ কিছু দিক নির্দেশনা আপনাদের জন্য উপস্থাপন করলাম।

যদি আপনি এই দিক নির্দেশনা গুলো ফলো করেন তাহলে অবশ্যই আপনার পরীক্ষা অনেক ভালো হবে। তাই দয়া করে একটু মনোযোগ সহকারে নিচের গুরুত্বপূর্ণ কথাগুলো একটু পড়ুন এবং বুঝতে সক্ষম হন যাতে আপনার শত কষ্টের বিনিময় জীবনের প্রথম কাঙ্খিত পরীক্ষা সাফল্য ধরা বজায় রাখুন।

এসএসসি পরীক্ষার সাজেশন ২০২৪ হিসাববিজ্ঞান-১

এসএসসি পরীক্ষার সাজেশন ২০২৪ হিসাববিজ্ঞান

এসএসসি পরীক্ষার সাজেশন ২০২৪ হিসাববিজ্ঞান-আমি আপনাদের জন্য মুখস্থ বিদ্যার বই থেকে আপনাদেরকে হিসাববিজ্ঞানের কোন সাজেশন এখানে দিলাম না। তার প্রধান কারণ হচ্ছে, সব স্থানেই আপনি খুজলে আপনার হিসাববিজ্ঞানের অসংখ্য সাজেশন পাবেন। কিন্তু আপনার জীবনের সর্বপ্রথম টার্নিং পয়েন্ট এর এসএসসি পরীক্ষা দেওয়ার পূর্ব মুহূর্তে আপনার করনীয় কি?

এই বিষয়ে দিকনির্দেশনা আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সাজেশন। আপনি অন্য কোথাও পেয়েছেন কিনা আমার জানা নাই। তবে আমি মন থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পাঁচটি ধাপ উপস্থাপন করলাম । যদি মেনে পরীক্ষার হলে যেতে পারেন তাহলে অবশ্যই আপনার সফলতা আসবে।

 প্রথম স্টেপঃ

প্রথমে আপনাকে আপনার সাবজেক্ট এর পরীক্ষার দিনক্ষণ মোটামুটি টিক করে নিতে হবে এবং উক্ত পরীক্ষার পূর্ব মুহূর্ত সময়গুলিতে আপনি কিভাবে আপনার প্রস্তুতি গুলো সেরে নিবেন তা অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।

কোন কিছুই না ভেবে চোখ বন্ধ করে আপনার পূর্বের প্রস্তুতি মন থেকে একদম ফ্রেশ হয়ে প্রিপারেশন গ্রহণ করুন। তার প্রধান কারণ হচ্ছে, অনেক ভালো পরীক্ষার্থী তার শতভাগ প্রস্তুতি থাকার পরেও এলোমেলো সিদ্ধান্তের কারণে পরীক্ষার হলে গিয়ে তার সকল কিছু ধ্বংস হয়ে যায়।

তাই প্রথম ভাগেই আপনাকে সাবধান করে দিচ্ছি, কখনো মনের মধ্যে বিভিন্ন এলোমেলো কল্পনা তৈরি করে আপনার প্রিপারেশন ধ্বংস না করে যতটুকু আছে। মনের মধ্যে সর্বোচ্চ আত্মবিশ্বাস তৈরি করে পরীক্ষার হলে যা অবশ্যই আপনার পরীক্ষা ভালো হবে।

 দ্বিতীয় স্টেপঃ

এখানে আর বেশি কথা বলে আপনার মূল্যবান সময় অপচয় করব না। আপনার মূল বিষয় হচ্ছে আপনি একজন হিসাববিজ্ঞানের পরীক্ষার্থী। এই সাবজেক্ট তুলনামূলকভাবে একটু কঠিন পরীক্ষা হয়ে থাকে।

সেক্ষেত্রে আপনাকে যে বিশেষ কৌশল অবলম্বন করতে হবে। খুব বেশি প্রিপারেশন নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো না পড়লে নয়। সেগুলো পরীক্ষার হলে ঢোকার পূর্বে হালকাভাবে একবার রিভিশন দিয়ে পরীক্ষার হলে প্রবেশ করুন ।দেখবেন আপনার শতভাগ কমন পরবে ইনশাআল্লাহ।

তৃতীয় স্টেপঃ

এক্ষেত্রে পরীক্ষার হলে যাওয়ার পূর্বে আপনি যে কাজটি করবেন তা হচ্ছে যে, আপনার  প্রবেশপত্র, লেখার ভালো  কলম,  হাটবোড  ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাকে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। অন্যথায় পরীক্ষা শুরু হওয়ার পর সাধারণ বিষয়গুলি নিয়ে আপনি অনেক বিভাগের মধ্যে পড়ে যেতে পারেন।

 চতুর্থ স্টেপঃ

এখানে আপনি প্রথমে আপনি পরীক্ষার হলে প্রবেশ করে সকল প্রশংসা আপনার সৃষ্টিকর্তার ওপর রেখে আপনার মনের মধ্যে সর্বোচ্চ আত্মবিশ্বাস তৈরি করে তারপরে লেখা শুরু করুন। দেখবেন অটোমেটিকলি আপনার পরীক্ষা ভালো হয়ে গেছে।

পঞ্চম স্টেপঃ 

পরীক্ষা শুরু হওয়ার পর অনেক ভালো পরীক্ষার্থী শুরুতেই এমন এক দুর্ঘটনাবশত কাজ করে ফেলে যাতে তাকে সর্বোচ্চ হয়রানির শিকার হয়ে যেতে হয় এবং ঠিক তখনই শুরু হয় তার মনের মধ্যে এলোমেলো। তা হচ্ছে যে আপনার সামনে কে আছে অর্থাৎ কোন শিক্ষক আছে তা দেখার দরকার নেই ।

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. লেনদেন হিসাববিজ্ঞানের
ক. কাঠি
খ. পিলার
● মূলভিত্তি
ঘ. ব্যবসায়ের ভাষা

২. লেনদেনের উৎপত্তি কোনটি থেকে?
ক. ঘটনা থেকে
খ. আদান-প্রদান থেকে
● অর্থসম্পর্কীয় ঘটনা থেকে
ঘ. অর্থসম্পর্কহীন ঘটনা থেকে

৩. হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয় কোনটি?
ক. সম্পত্তি
খ. ঘটনা
● অর্থসম্পর্কিত ঘটনা
ঘ. দায়

৪. হিসাবরক্ষণের নিয়মকানুন জানার পূর্বে কোনটি জানা অপরিহার্য?
● লেনদেন সম্পর্কে
খ. হিসাব সম্পর্কে
গ. রেওয়ামিল সম্পর্কে
ঘ. সবগুলোর সম্পর্কে

৫. যা কিছু মানুষের জীবনে ঘটে, তাকেই
ক. লেনদেন বলে
খ. খতিয়ান বলে
● ঘটনা বলে
ঘ. রেওয়ামিল বলে

৬. দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম বিনিময়ের ফলে কী সৃষ্টি হয়?
ক. ব্যবসায়িক সম্পর্ক
খ. ব্যবসায়িক সমৃদ্ধি
গ. ব্যবসায়িক পরিবর্তন
● ব্যবসায়িক লেনদেন

৭. কোনটি অনগদ লেনদেন বলে বিবেচনা করা হয়?
ক. ক্রয়
খ. বিক্রয়
● অবচয়
ঘ. বেতন

৮. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থায় পরিবর্তন ঘটায় এরূপ যেকোনো ঘটনাকে কী বলে?
ক. হিসাবের দ্বৈতসত্তা
● লেনদেন
গ. ব্যবসায়
ঘ. হিসাব

৯. যে পদ্ধতিতে প্রতিটি লেনদেনের ডেবিট ও ক্রেডিট এ উভয়দিক লিপিবদ্ধ করা হয় তাকে কী বলে?
ক. একতরফা দাখিলা পদ্ধতি
খ. জাবেদা বই
গ. ক্রয় বই ও বিক্রয় বই
● দুতরফা দাখিলা পদ্ধতি

১০. দুতরফা দাখিলায় সুবিধা গ্রহণকারী হিসাবটিকে বলা হয়-
ক. ক্রেডিটর
● ডেটর
গ. নিট লাভ
ঘ. আয়ব্যয় হিসাব

১১. দুতরফা দাখিলা পদ্ধতি একটি-
ক. রিপোটিং পদ্ধতি
খ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি
গ. লিপিবদ্ধকরণ পদ্ধতি
● ডেবিট ও ক্রেডিট নির্ধারণ পদ্ধতি

১২. দুতরফা দাখিলায় সুবিধা প্রদানকারী হিসাবটিকে বলা হয়-
ক. ডেটর
● ক্রেডিটর
গ. মোট লাভ
ঘ. মোট লোকসান

১৩. কোনটি হিসাব সমীকরণকে প্রভাবিত করে?
ক. প্রতিটি ঘটনা
● প্রতিটি লেনদেন
গ. প্রতিটি চুক্তি
ঘ. প্রতিটি ব্যবসায়িক কাজ

১৪. যে সমস্ত লেনদেন নির্দিষ্ট সময় পর পর সংঘটিত হয় তা হলো-
ক. মূলধনজাতীয়
● মুনাফাজাতীয়
গ. অনিয়মিত
ঘ. সাময়িক

১৫. মুনাফাজাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়?
● দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ

১৬. কোন জাতীয় লেনদেনটি নিয়মিত সংঘটিত হয়?
● মুনাফাজাতীয় লেনদেন
খ. মূলধনজাতীয় লেনদেন
গ. বিলম্বিত মুনাফাজাতীয় লেনদেন
ঘ. সম্পত্তিবাচক লেনদেন

১৭. মূলধনজাতীয় লেনদেন-
● কম্পিউটার ক্রয়
খ. পণ্য ক্রয়
গ. বেতন প্রদান
ঘ. ভাড়া প্রদান

১৮. আয়ব্যয়ের প্রকৃতি অনুসারে লেনদেনগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
● দুই ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে

১৯. ব্যবসায় প্রতিষ্ঠানে যে লেনদেনের ফল দীর্ঘস্থায়ী তাকে কী বলে?
● মূলধনজাতীয় লেনদেন
খ. মুনাফাজাতীয় লেনদেন
গ. সম্পত্তিবাচক লেনদেন
ঘ. আয়ব্যয় লেনদেন

২০. ‘দেনাদার’-কোন শ্রেণির হিসাব?
● সম্পদ
খ. দায়
গ. মালিকানাস্বত্ব
ঘ. রেভিনিউ

২১. হিসাব সমীকরণ অনুযায়ী হিসাব-
ক ৩ প্রকার
খ ৪ প্রকার
● ৫ প্রকার
ঘ ৬ প্রকার

২২. হিসাব সমীকরণের ভিত্তিতে হিসাব খাতকে সাধারণত-
ক. তিন শ্রেণিতে ভাগ করা হয়
খ. দুই শ্রেণিতে ভাগ করা হয়
● পাঁচ শ্রেণিতে ভাগ করা হয়
ঘ. চার শ্রেণিতে ভাগ করা হয়

২৩. ব্যবসায় প্রতিষ্ঠানে হিসাবের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো-
ক ব্যয় নিয়ন্ত্রণ
খ বাজেট প্রণয়ন
● আর্থিক ফলাফল ও অবস্থা নিরূপণ করা
ঘ সবগুলো উদ্দেশ্য সাধিত হয়

২৪. কোনটি ‘চলমান জের’ ছকের বৈশিষ্ট্য?
ক. হিসাবের ছকটি ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত
খ. উভয় অংশে চারটি করে মোট আটটি ঘর থাকে
● টাকার কলাম মোট ৪টি
ঘ. ছকটি ডেবিট ও ক্রেডিট দুটি অংশে বিভক্ত

২৫. জাবেদা আসলে কী?
ক. হিসাবের প্রাথমিক বই
খ. পাকা খাতা
গ. সহকারী বই
● হিসাবের প্রাথমিক ও সহকারী বই

২৬. দুতরফা দাখিলা পদ্ধতির প্রথম ধাপ কোনটি?
● জাবেদা বই
খ. খতিয়ান বই
গ. নগদান বই
ঘ. রেওয়ামিল

২৭. জাবেদাকে কোন ধরনের বই বলা যায়?
ক. মাসিক
খ. বাৎসরিক
গ. সাপ্তাহিক
● দৈনিক

২৮. কারবারের যাবতীয় লেনদেনগুলোকে সংক্ষিপ্তকারে বিভিন্ন শিরোনামে বিভক্ত করে পাকাপাকিভাবে লিপিবদ্ধ করাকে কী বলে?
ক. জাবেদা
● খতিয়ান
গ. হিসাব
ঘ. বিবৃতি

২৯. রেওয়ামিল প্রস্তুত দ্বারা কোনটি সহজেই উদঘাটিত হয়?
ক. শুদ্ধতা
খ. নির্ভুলতা
● ভুল
ঘ. নির্দিষ্টতা

৩০. রেওয়ামিল প্রস্তুতে কোনটি বিবেচনা করা হয়?
ক. পরিপূর্ণ হিসাবরক্ষণ
খ. জাবেদার শিরোনাম
● হিসাব সংরক্ষণের ভুল
ঘ. ব্যাংক বিবরণী

শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশ এখানে ক্লিক করুন >>>Govt-School-lot

ভর্তি বিজ্ঞপ্তি এবং রেজাল্ট এই লিঙ্কে প্রবেশ করুন>>>মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

Rafiqul Islam

আমি মোঃ রফিকুল ইসলাম। infosearch24.com ওয়েবসাইটে আমি ২০২০ সাল থেকে শিক্ষা, ভ্রমণ এবং তথ্যপ্রযুক্তিসহ বাংলাদেশ এবং আন্তর্জাতিক সময় উপযোগী বিভিন্ন তথ্য সর্বপ্রথম তুলে ধরি । আশাকরি আমার আর্টিকেল গুলো আপনারা সকলেই নিয়মিত উপভোগ করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button