নারী ও শিশু নির্যাতন

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রম

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রম-পৃথিবী সৃষ্টি  পর থেকে অর্থাৎ যখন থেকে আমাদের জীবনে মানব সমাজ জীবন যাপন শুরু হলো সেই প্রাচীন আদিকাল থেকেই নারী ও শিশু অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে নির্যাতিত হয়ে আসছে ।আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তৈরি করে বিভিন্ন প্রকার সংশোধনীর মাধ্যমে  আইনের খসড়া তৈরি করে এই নির্যাতন প্রতিরোধের জন্য সংসদে আইন পাশ হয়। 

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কার্যক্রম

তাই আসুন আমরা সবাই একত্রিত হয়ে এই পৃথিবীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের ক্ষেত্রে যথেষ্ট সচেতন হই এবং প্রচলিত আইন মোতাবেক নির্যাতনকারী সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা বহাল রাখে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এর সেল শাখা হতে গৃহীত কার্যক্রমঃ

  • নারী ও শিশু নির্যাতন দমন সংক্রান্ত আইন ও বিধি প্রণয়ন সংক্রান্ত কার্যক্রম;
  • নারী ও শিশু পাচার সংক্রান্ত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ;
  • নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সংক্রান্ত অভিযোগ/তথ্য সংগ্রহ ও ব্যবস্থা গ্রহণ;
  • বিভিন্ন গণমাধ্যমে প্রাপ্ত যে কোন নারী ও শিশু নির্যাতন বিষয়ক অভিযোগ প্রতিকারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের অনুরোধ করা হয়;
  • নারী ও শিশু পাচার সংক্রান্ত তথ্য নিয়মিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়;
  • দুঃস্থ মহিলা ও শিশু সহায়তা তহবিল, নির্যাতিত দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে অনুদান সংক্রান্ত কার্যক্রম;
  • অন্যান্য মন্ত্রণালয় কর্তৃক নারী উন্নয়ন নীতিমালার প্রয়োগে মতামত/তথ্যাদি সরবরাহ;
  • South Asia Initiative to End Violence Against Children (SAIEVAC) সংক্রান্ত কার্যক্রম;
  • ডিএনএ ল্যাবরেটরী ব্যবস্থাপনা অধিদপ্তর সংক্রান্ত কাজ;
  • Child Marriage Action Plan প্রণয়ন ও বাস্তবায়ন কার্যক্রম;
  • আইন সহায়তা সংক্রান্ত মাসিক প্রতিবেদন সংরক্ষণ;
  • কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে প্রদত্ত অন্যান্য দায়িত্ব।

জাতীয় মহিলা সংস্থার আওতায় নারী নির্যাতন প্রতিরোধ সেল নামে একটি লিগ্যাল এইড সেল রয়েছে। সপ্তাহে ০২ দিন ০৪ সদস্য বিশিষ্ট একটি কমিটির মাধ্যমে নির্যাতিত দুস্থ অসহায় মহিলাদের বিনা খরচায় আইনগত সহায়তা প্রদান করা হয়ে থাকে। এ ছাড়া জেলা উপজেলা পর্যায়ে দুঃস্থ অসহায় মহিলাদের আইঙ্গত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা আইঙ্গত সহায়তা প্রদান সংস্থায় জাতিয় মহিলা সংস্থা মনোনিত ০২ জন আইনজীবী তালিকাভুক্ত আছে।

যোগাযোগের জন্য জাতীয় মহিলা সংস্থার ওয়েবসাইটে ভিজিট করুনঃ http://jms.gov.bd/

মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় পরিচালিত নারী নির্যাতন প্রতিরোধ কর্মসূচি

মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ১৯৮৬ সালে নির্যাতিত নারীদের আইনগত পরামর্শ ও সহায়তা প্রদানের  লক্ষ্যে ১ জন আইন কর্মকর্তার সমন্বয়ে ৪টি পদ নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রধান কার্যালয়ে নারী নির্যাতন প্রতিরোধ সেলের কার্যক্রম শুরু হয়।

১৯৮৬ সালেই নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রম জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে সম্প্রসারিত হয়। ইউনিয়ন পর্যায়েও  নারী নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়। এ কার্যক্রমকে আরো শক্তিশালী ও বেগবান করার জন্য জন্য মহিলা সহায়তা কর্মসূচি প্রকল্প নামে একটি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়।

এ প্রকল্পের আওতায় ৬টি বিভাগীয় শহরে নারী নির্যাতন প্রতিরোধকল্পে ৬টি সহায়তা কেন্দ্র স্থাপন করা হয়। বর্ণিত প্রকল্পটি বর্তমানে রাজস্বখাতভূক্ত হয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মসূচি হিসেবে নারী নির্যাতন প্রতিরোধ ও নারীর নিরাপদ আশ্রয় কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে।

নারী শিশু নির্যাতন নিরোধ কমিটি এবং প্রতিরোধ সেল

মহিলা সহায়তা কর্মসূচি                             
১। নারী নির্যাতন প্রতিরোধ সেল
২। মহিলা সহয়তা কেন্দ্র
কার্যক্রম
নারী নির্যাতন প্রতিরোধ সেলঃ ৬টি বিভাগীয় শহরে সকল শ্রেণীর নির্যাতিত মহিলাদের অভিযোগ গ্রহণ, পক্ষদ্বয়ের শুনানী গ্রহণ ও পারস্পরিক আলোচনার ভিত্তিতে পারিবারিক সম্পর্ক স্থাপন, সমত্মানের ভরণ পোষন, দেনমোহরানা ও খোরপোষ আদায়, সব ধরনের আইনগত পরামর্শ দান করা হয়। সেলে নিযুক্ত উপ-পরিচালক আইনজীবি ও সমাজকল্যাণ কর্মকর্তাগণ এ সকল শুনানী ও পরামর্শ প্রদান করেন। অনিষ্পত্তিকৃত অভিযোগসমূহ সেলের আইনজীবীর মাধ্যমে পারিবারিক ও ম্যাজিষ্ট্রেট আদালতে বাদীর পক্ষে মামলা পরিচালনা করা হয়।
মহিলা সহায়তা কেন্দ্রনির্যাতিত, দুঃস্থ, অসহায় ও আশ্রয়হীন মহিলাদের ২টি শিশু সমত্মানসহ (অনধিক ১২ বছর) ৬ মাস আশ্রয় সুবিধা প্রদান, কেন্দ্রে থাকাকালীন বিনা খরচে খাদ্য, বস্ত্র, শিক্ষা ও চিকিৎসা সুবিধাদি প্রদান, বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
চিকিৎসাঃ সহায়তা কেন্দ্রের মেডিকেল অফিসারের ব্যবস্থাপত্র অনুযায়ী আশ্রয়গ্রহণকারীদের চিকিৎসা সুবিধা প্রদান করা হয়। যে সকল কেন্দ্রে মেডিকেল অফিসার নেই সে সকল কেন্দ্রে বোর্ডারদেরকে সরকারী হাসপাতালের মাধ্যমে চিকিৎসা সুবিধা প্রদান করা হয়।

Refarens-sportsnet24

সুন্দরী মেয়ে পটানোর এসএমএস

ভারতের সুন্দরী নায়িকাদের পিক (নতুন)

ফুল প্রেমীদের জন্য বিশ্বের সেরা কয়েকটি সুন্দর বাগান 

ফুলের রানী

মেয়েদের প্রেমে ফেলার এস এম এস

বিশ্বাস করার এস এম এস

মেয়েদের মন জয় করার এসএমএস 

মেয়েদের ইমপ্রেস করার মূল্যবান কিছু কথা

গার্লফ্রেন্ড কে ইমপ্রেস করার উপায়

ভালোবাসার রোমান্টিক পিক ,কষ্টের  পিক, ইমোশনাল পিক,  ছবি,  ফটো PDF Dowenload

ভালোবাসার মানুষটির জন্য শুভরাত্রি পিক

বউয়ের ওপর নির্যাতন 

বউ এর রোমান্টিক পিক এবং মহা গুরুত্বপূর্ণ টিপস 

প্রেমিকার কাছে ক্ষমা চাওয়ার পিক 

প্রজাপতির পিক

মনকে সতেজ রাখার বাণী, ছন্দ, এসএমএস, শুভেচ্ছা বার্তা, ফেসবুকে স্ট্যাটাস এবং কবিতা

জীবন সাথী/ সঙ্গী নিয়ে উক্তি, বাণী, ফেসবুক স্ট্যাটাস, ছন্দ ও রোমান্টিক কবিতা

প্রেমিকার জন্য রোমান্টিক ভালোবাসার এসএমএস এবং রোমান্টিক কবিতা

I love you রোমান্টিক কবিতা, ভালোবাসার এসএমএস,ছন্দ, ও স্ট্যাটাস

ভালোবাসার প্রতীক ঠোঁট

K অক্ষরের পিকচার, K নামের ব্যক্তিরা কেমন হয়, ছবি, পিক, ফটো এবং ওয়ালপেপার

লাভ পিক, লাভ ইমেজ, ছবি এবং ওয়ালপেপার ডাউনলোড

বিশ্ব ভালোবাসা দিবসের New Pic,New Photo/নতুন ছবি, New Images/নতুন ইমেজ,New SMS/নতুন এসএমএস,নতুন ছন্দ এবং রোমান্টিক কবিতা ডাউনলোড 

ভালোবাসায় ব্যর্থতা, দুঃখ-কষ্ট এবং ভয়ানক যন্ত্রনাদায়ক ইমোশনাল পিক/ ছবি, ইমেজ,ছন্দ এবং স্ট্যাটাস

আই মিস ইউ এসএমএস ফর গালফ্রেন্ড / I Miss You SMS for Girlfriend

B অক্ষরের পিকচার,Love ছবি,Love  পিক, Love ফটো এবং Love ওয়ালপেপার ,যাদের নামের প্রথম অক্ষর B দিয়ে শুরু

হাত ধরা পিক(নতুন ভাবে)

দক্ষিণী ছবির সেরা নায়িকাদের পিক

রোমান্টিক ভালোবাসার জন্য প্রজাপতির পিক

স্বামীর ভালবাসা,ইসলামিক পিক/ ছবি,স্ট্যাটাস, ছন্দ, এসএমএস এবং রোমান্টিক কবিতা

H অক্ষরের পিকচার এবং H নামের ব্যক্তিরা কেমন হয়

রোমান্টিক লাভ এসএমএস, ভালোবাসার এসএমএস, লাভ ইমেজ, লাভ ফটো এবং লাভ পিক

R+M ফটো,R অক্ষরের পিক,R+M ইমেজ ফ্রী ডাউনলোড

ভালোবাসার রোমান্টিক পিক, ইমেজ, ওয়ালপেপার,ছবি,ফটো  ফ্রী ডাউনলোড

১০০+ সাইট রোমান্টিক পিকচার /ছবি ফ্রী ডাউনলোড

১০০+লাভ হট পিক/ ছবি ২০২৪ ফ্রী ডাউনলোড

প্রেমিকার জন্য গুড নাইট পিক, কবিতা, ছন্দ ও স্ট্যাটাস 

A to Z নামের অক্ষরের ছবি, অক্ষরের পিকচার, Images, ছবি, ফটো এবং ওয়ালপেপার

Rafiqul Islam

আমি মোঃ রফিকুল ইসলাম। infosearch24.com ওয়েবসাইটে আমি ২০২০ সাল থেকে শিক্ষা, ভ্রমণ এবং তথ্যপ্রযুক্তিসহ বাংলাদেশ এবং আন্তর্জাতিক সময় উপযোগী বিভিন্ন তথ্য সর্বপ্রথম তুলে ধরি । আশাকরি আমার আর্টিকেল গুলো আপনারা সকলেই নিয়মিত উপভোগ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button